জি-২০ সম্মেলনের আগে নেতা-মন্ত্রীদের শিক্ষার পাঠ দিলেন খোদ মোদি

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: জি-২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে রাজধানী দিলি। তুঙ্গে চলছে প্রস্তুতি। ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সমাগমে চাঁদের হাট হয়ে উঠবে রাজধানী। তাঁর আগে দলের নেতা-মন্ত্রীদের শিক্ষার পাঠ দিলেন খোদ মোদি। বিদেশ থেকে আগত অতিথিদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে যাতায়াত করবেন, তাও ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন যে, তাঁরা সংসদ চত্বর অবধি নিজেদের গাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর সেখান থেকে শাটল গাড়ি ও বাসে করে তাঁদের প্রগতি ময়দানের ভারত মন্ডপমে নিয়ে যাওয়া হবে।
সমস্ত মন্ত্রীদের মোদি বলেছেন, বিদেশি অতিথিদের দেশের সংস্কৃতি, খাওয়া-দাওয়া থেকে জীবনযাত্রা সম্পর্কে সকলে যেন অবগত থাকেন এবং সেই অনুযায়ী আচরণ করেন। বিমানবন্দরে অতিথিদের স্বাগত জানাতে যাবেন যে সকল মন্ত্রীরা, তাঁদেরও বিভিন্ন দেশের সৌজন্য নিয়ে অবগত থাকতে বলা হয়েছে। সমস্ত মন্ত্রীদের জি-২০ মোবাইল অ্যাপ ব্যবহার করার কথাও বলেছেন তিনি। এই অ্যাপটি ইংরেজি, হিন্দি, জার্মান, জাপানিজ ও পর্তুগিজ ভাষায় ব্যবহার করা যায়। কথোপকথনের সমস্যার জন্য এই অ্যাপ সাহায্য করবে। প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকেই অতিথিরা আসতে শুরু করছেন।