০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গোয়া সফরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি
কিবরিয়া আনসারি
- আপডেট : ৬ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 81
পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়া সফরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। গত শুক্রবার ব্যক্তিগত সফরে গোয়া গিয়েছেন তিনি। তবে কি কারণে এই সফর সেবিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট সেলিম শেখ বলেন, ‘গতকাল দুপুরে ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোনিয়া গান্ধি। এরপর তিনি দক্ষিণ গোয়ার একটি রিসোর্টে চলে যান। এটি তার ব্যক্তিগত সফর, কারণ এখন পর্যন্ত কোনো সরকারি কর্মসূচির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’ স্থানীয় কংগ্রেস নেতা জানিয়েছেন, গোয়ায় থাকাকালীন কোনও দলীয় বৈঠক বা নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা নেই কংগ্রেস নেত্রীর। গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত পাটকারও এবিষয়ে মুখ খোলেননি।















































