০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাবালিকাকে যৌন হেনস্থায় গ্রেফতার জিম ট্রেনার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্ক: : এক জিম ট্রেনারের যৌন হেনস্থার শিকার হল এক নাবালিকা। ঘটনায় ওই শারীরিক কসরতের প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বেঙ্গালুরুর ঘটনা। ধৃতের নাম প্রভাকর নায়েক। তার বিরুদ্ধে এর আগেও বহু মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ আছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ বেঙ্গালুরুর শ্রীনগরের থাকত প্রভাকর নায়েক নামে ওই জিম ট্রেনার। আদতে প্রভাকর রায়চুরের বাসিন্দা। নায়েক গত দু’বছর ধরে হনুমন্তনগরে একটি জিম চালাচ্ছিল। কয়েকমাস আগে ১১ বছরের এক নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে ইন্সটাগ্রামে ২৫ বছরের প্রভাকর নায়েকের বন্ধুত্ব গড়ে ওঠে। নাবালিকা মাঝে-মধ্যেই নায়েকের জিমে আসত। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ শুরু করে নায়েক। সোমবার সকাল থেকেই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোরীর বাবা-মা থানায় নিখোঁজের ডাইরি করেন।

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

মেয়েটি ইদানীং কোথায় কোথায় যেত তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশের কাছে খবর আসে হনুমন্তনগরের জিমে ওই নাবালিকা প্রায় যাতায়াত করত। থানায় অভিযোগ করার আগে নাবালিকার বাবা-মা জিমে গিয়ে প্রভাকর নায়েকের কাছে তাদের মেয়ের সম্পর্কে জানতে চান। কিন্তু নায়েক জানায়, সে কিছুই জানে না। পুলিশের সন্দেহ হওয়ায় তারা নায়েকের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে তার বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এই উর্ধতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। মেয়েটিকে নিজের ঘরে সাত ঘণ্টা ধরে আটকে রেখেছিল নায়েক। পুলিশি জেরায় নায়েক জানায়, কিশোরীর মেয়েটিকে সেই প্রায়ই তার বাড়িতে নিয়ে আসত। পকসো ধারায় প্রভাকর নায়েককে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

পুলিশ সোশ্যাল মিডিয়ায় সন্তানদের গতিবিধির উপর অভিভাবকদের নজর রাখার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল্লি পুলিশের

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকাকে যৌন হেনস্থায় গ্রেফতার জিম ট্রেনার

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : এক জিম ট্রেনারের যৌন হেনস্থার শিকার হল এক নাবালিকা। ঘটনায় ওই শারীরিক কসরতের প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বেঙ্গালুরুর ঘটনা। ধৃতের নাম প্রভাকর নায়েক। তার বিরুদ্ধে এর আগেও বহু মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ আছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ বেঙ্গালুরুর শ্রীনগরের থাকত প্রভাকর নায়েক নামে ওই জিম ট্রেনার। আদতে প্রভাকর রায়চুরের বাসিন্দা। নায়েক গত দু’বছর ধরে হনুমন্তনগরে একটি জিম চালাচ্ছিল। কয়েকমাস আগে ১১ বছরের এক নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে ইন্সটাগ্রামে ২৫ বছরের প্রভাকর নায়েকের বন্ধুত্ব গড়ে ওঠে। নাবালিকা মাঝে-মধ্যেই নায়েকের জিমে আসত। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ শুরু করে নায়েক। সোমবার সকাল থেকেই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোরীর বাবা-মা থানায় নিখোঁজের ডাইরি করেন।

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

মেয়েটি ইদানীং কোথায় কোথায় যেত তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশের কাছে খবর আসে হনুমন্তনগরের জিমে ওই নাবালিকা প্রায় যাতায়াত করত। থানায় অভিযোগ করার আগে নাবালিকার বাবা-মা জিমে গিয়ে প্রভাকর নায়েকের কাছে তাদের মেয়ের সম্পর্কে জানতে চান। কিন্তু নায়েক জানায়, সে কিছুই জানে না। পুলিশের সন্দেহ হওয়ায় তারা নায়েকের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে তার বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এই উর্ধতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। মেয়েটিকে নিজের ঘরে সাত ঘণ্টা ধরে আটকে রেখেছিল নায়েক। পুলিশি জেরায় নায়েক জানায়, কিশোরীর মেয়েটিকে সেই প্রায়ই তার বাড়িতে নিয়ে আসত। পকসো ধারায় প্রভাকর নায়েককে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

পুলিশ সোশ্যাল মিডিয়ায় সন্তানদের গতিবিধির উপর অভিভাবকদের নজর রাখার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল্লি পুলিশের