মধ্যবিত্তের মাথায় হাত! ফের বাড়তে চলেছে বিদ্যুতের দাম

- আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্ক: ফের মধ্যবিত্তের মাথায় হাত! সব জল্পনা সত্যি করে এবার বাড়বে বিদ্যুতের দাম।৬০ থেকে ৭০ পয়সা বাড়তে চলেছে বিদ্যুতের দাম।এবার কলকাতা ভ্রমণে এসে সে কথাই সাফ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।
উল্লেখ্য,বেড়েছে কয়লা আমদানির খরচ।বিদেশ থেকে কয়লা ব্লেন্ডিংয়ের খরচ বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
প্রসঙ্গত,এদিন কলকাতার সায়েন্স সিটিতে ডিভিসির একটি অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী। সেখানেই মূল্য বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। এমনকি এটাও তিনি জানান যে দেশব্যাপী প্রযোজ্য হবে এই নতুন দাম।
উল্লেখ্য,কলকাতায় বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের।হরিদেবপুর ও রাজবাজারে বাতি স্তম্ভে হাত লেগে মৃত্যু হয়েছে দুই কিশোরের। অন্যদিকে ট্যাংরায় মৃত্যু হয়েছে এক যুবকের। তা নিয়ে যেমন কলকাতাবাসী উদ্বেগ প্রকাশ করেছে,ঠিক তেমনই এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংকে।
তবে তিনি বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে আরো সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কথাও জানান তিনি।
উল্লেখ্য,চলতি বছরের শুরুতেই কলকাতার বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ৩০ পয়সা।চলতি বছরের জানুয়ারি মাসে যেখানে প্রতি ইউনিট পিছু বিদ্যুতের দাম ছিল ৪ টাকা ৮৯ পয়সা। তা ফেব্রুয়ারি মাস থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ১৮ পয়সা।২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ইউনিটের দামে এই পরিবর্তন হয়েছে।
অন্যদিকে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুত্ খরচ হলে প্রতি ইউনিট প্রতি জানুয়ারি মাসে দাম ছিল ৮ টাকা ৮২ পয়সা।
অন্যদিকে ,ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৯ টাকা ২১ পয়সা। সিইএসই দাম বাড়ানোর ফলেই এমনটা হচ্ছে। ফের যদি নতুন করে দাম বাড়ে তাতে আম জনতার মধ্যে যে উদ্বেগ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।