০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, করোনা নিয়ে অযথা প্যানিক না করে সজাগ থাকা প্রয়োজন, আশ্বস্ত করলেন চিকিৎসক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক: চিনের ফের মাত্রাছাড়া গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়েছে। এমনকী মর্গগুলিতেও সারি সারি দেহ পড়ে রয়েছে। ফলে চিনের এই ভয়াবহতার ছাপ পড়েছে ভারতে।

করোনায় নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ নিয়ে উদ্বিগ্ন ভারত। এবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির কাছে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যার হিসেব চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

ভারতেও বেশ কয়েকজনের বিদেশ থেকে আসা পর্যটকের শরীরে করোনা পজিটিভ বলে জানা গেছে। এদের মধ্যে এক বিদেশি পর্যটককে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না

এই আতঙ্কের পরিবেশে মানুষকে আশ্বস্ত করলেন এক চিকিৎসক। করোনা নিয়ে অযথা প্যানিক করার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি। চিকিৎসকের কথায় জানিয়েছেন, চিনে শূন্য কোভিড নীতি নেওয়া হয়েছিল। বেশিরভাগ মানুষই গৃহবন্দী। ফলে হঠাৎ করে লকডাউন তুলে দেওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কারণ ভারতে হার্ড ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়েছে। ফলে চিনের মতো অবস্থা ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও চিনে যেখানে ৫০ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে, সেখানে ভারতে ভ্যাকসিনের সাফল্যের হার খুব ভালো। কাজেই ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই, সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: দু’বেলার আহার জোগাড়ে হিমশিম খাচ্ছে গ্রামীণ ভারত: গবেষণা রিপোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, করোনা নিয়ে অযথা প্যানিক না করে সজাগ থাকা প্রয়োজন, আশ্বস্ত করলেন চিকিৎসক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চিনের ফের মাত্রাছাড়া গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়েছে। এমনকী মর্গগুলিতেও সারি সারি দেহ পড়ে রয়েছে। ফলে চিনের এই ভয়াবহতার ছাপ পড়েছে ভারতে।

করোনায় নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ নিয়ে উদ্বিগ্ন ভারত। এবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির কাছে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যার হিসেব চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

ভারতেও বেশ কয়েকজনের বিদেশ থেকে আসা পর্যটকের শরীরে করোনা পজিটিভ বলে জানা গেছে। এদের মধ্যে এক বিদেশি পর্যটককে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না

এই আতঙ্কের পরিবেশে মানুষকে আশ্বস্ত করলেন এক চিকিৎসক। করোনা নিয়ে অযথা প্যানিক করার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি। চিকিৎসকের কথায় জানিয়েছেন, চিনে শূন্য কোভিড নীতি নেওয়া হয়েছিল। বেশিরভাগ মানুষই গৃহবন্দী। ফলে হঠাৎ করে লকডাউন তুলে দেওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কারণ ভারতে হার্ড ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়েছে। ফলে চিনের মতো অবস্থা ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও চিনে যেখানে ৫০ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে, সেখানে ভারতে ভ্যাকসিনের সাফল্যের হার খুব ভালো। কাজেই ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই, সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: দু’বেলার আহার জোগাড়ে হিমশিম খাচ্ছে গ্রামীণ ভারত: গবেষণা রিপোর্ট