২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারী বৃষ্টির জেরে স্তব্ধ দিল্লি, একধাক্কায় ১৮ ডিগ্রি নামল পারদ, ব্যাহত উড়ান পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্ক:  তীব্র দাবদহের পরেই ভারী বৃষ্টির জেরে সম্পূর্ণ বিপর্যস্ত দিল্লি। এক ধাক্কায় ১৮ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে উড়ান চলাচল। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, উড়ানের সমস্ত তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে। এছাড়াও বেশ কয়েকটি অন্যান্য এয়ারলাইন্সও যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের উড়ানের অবস্থা জানার জন্য অনুরোধ করেছে। কমপক্ষে ১৯টি বিমান জয়পুর, লখনউ, ইন্দোর, অমৃতসর, মুম্বই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির জেরে স্তব্ধ দিল্লি, একধাক্কায় ১৮ ডিগ্রি নামল পারদ, ব্যাহত উড়ান পরিষেবা

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে দিল্লিতে চলবে ভারী বৃষ্টি। এখনও বিদ্যুৎহীন বহু এলাকা। একাধিক এলাকা জলমগ্ন। তৈরি হয়েছে যানজট। জলমগ্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রাস্তা সহ গুরুগ্রাম, মহাত্মা গান্ধি রোড, গলফ ক্লাব, সোহনা রোড।
গুরুগ্রাম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বেসরকারি ফার্মগুলিকে যানজট এড়াতে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাউথ দিল্লির হাউজ খাস রোডের কাছে ব্যাহত যানবাহন চলাচল। ধৌলা কুয়ান এলাকায় বহু গাছ গোড়া থেকে উপড়ে গেছে।
আইএমডি জানিয়েছে, আগামী ২ ঘন্টার মধ্যে গোটা দিল্লি সহ দিল্লি এনসিআর-এর পার্শ্ববর্তী অঞ্চলে ৬০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় নেমেছে দিল্লির তাপমাত্রা। সকাল ৫.৪০ নাগাদ ২৯ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে ১১ ডিগ্রি ও সকাল ৭টায় ১৮ ডিগ্রি পারদ পতন হয়েছে। গত ১৫ মে দিল্লির তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি জানিয়েছে, দিল্লিতে বৃষ্টি চলবে আরও কয়েকদিন ধরে। এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড মূল্যায়ন করা হয়। ১২২ বছরের মধ্যে দেশের একাধিক স্থানে মার্চ ছিল সবচেয়ে উষ্ণতম মাস।

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারী বৃষ্টির জেরে স্তব্ধ দিল্লি, একধাক্কায় ১৮ ডিগ্রি নামল পারদ, ব্যাহত উড়ান পরিষেবা

আপডেট : ২৩ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  তীব্র দাবদহের পরেই ভারী বৃষ্টির জেরে সম্পূর্ণ বিপর্যস্ত দিল্লি। এক ধাক্কায় ১৮ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে উড়ান চলাচল। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, উড়ানের সমস্ত তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে। এছাড়াও বেশ কয়েকটি অন্যান্য এয়ারলাইন্সও যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের উড়ানের অবস্থা জানার জন্য অনুরোধ করেছে। কমপক্ষে ১৯টি বিমান জয়পুর, লখনউ, ইন্দোর, অমৃতসর, মুম্বই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির জেরে স্তব্ধ দিল্লি, একধাক্কায় ১৮ ডিগ্রি নামল পারদ, ব্যাহত উড়ান পরিষেবা

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে দিল্লিতে চলবে ভারী বৃষ্টি। এখনও বিদ্যুৎহীন বহু এলাকা। একাধিক এলাকা জলমগ্ন। তৈরি হয়েছে যানজট। জলমগ্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রাস্তা সহ গুরুগ্রাম, মহাত্মা গান্ধি রোড, গলফ ক্লাব, সোহনা রোড।
গুরুগ্রাম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বেসরকারি ফার্মগুলিকে যানজট এড়াতে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাউথ দিল্লির হাউজ খাস রোডের কাছে ব্যাহত যানবাহন চলাচল। ধৌলা কুয়ান এলাকায় বহু গাছ গোড়া থেকে উপড়ে গেছে।
আইএমডি জানিয়েছে, আগামী ২ ঘন্টার মধ্যে গোটা দিল্লি সহ দিল্লি এনসিআর-এর পার্শ্ববর্তী অঞ্চলে ৬০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় নেমেছে দিল্লির তাপমাত্রা। সকাল ৫.৪০ নাগাদ ২৯ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে ১১ ডিগ্রি ও সকাল ৭টায় ১৮ ডিগ্রি পারদ পতন হয়েছে। গত ১৫ মে দিল্লির তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি জানিয়েছে, দিল্লিতে বৃষ্টি চলবে আরও কয়েকদিন ধরে। এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড মূল্যায়ন করা হয়। ১২২ বছরের মধ্যে দেশের একাধিক স্থানে মার্চ ছিল সবচেয়ে উষ্ণতম মাস।

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!