পুবের কলম ওয়েবডেস্ক : ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। রাজ্যের প্রায় সাত জেলা ভারী বৃষ্টির প্রভাবে আজকে ভিজতে চলেছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
আরও জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল, তার অবস্থান এই মুহুর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি। আগামী দুদিন বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী শুক্রবারও এই দুর্যোগের আশঙ্কা রয়েছে। তাঁর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে যে এখনও মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির আমেজ। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই দুর্যোগ থামার কোনরুপ সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির প্রভাবে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও শুক্রবার দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পঙেও ভারী বৃষ্টি হতে পারে বলে খবর রয়েছে।
আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখন এটাই দেখার কবে এই দুর্যোগের হাত থেকে রেহাই পায় সাধারণ মানুষ।
































