১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অমরনাথ যাত্রায় বন্ধ কপ্টার পরিষেবা, পুণ্যার্থীদের নিরাপত্তায় ‘নো ফ্লাই জোন’

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 116

পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার অমরনাথ যাত্রার নিরাপত্তা বৈঠকে বড় সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর প্রশাসনের। চলতি বছরে অমরনাথ যাত্রায় মিলবে না হেলকপ্টার পরিষেবা। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। রাজ্যপালের নির্দেশিকা জারি।

পহেলগাঁও ঘটনার পর জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র। প্রতিবারই অমরযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা থাকে জোরদার। এবার আরও জোর দেওয়া হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে হেলকপ্টার পরিষেবা বাতিল করা হল। শ্রী অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এবং উত্তর কাশ্মীরের বালতাল উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছতে পারবেন ভক্তেরা। পায়ে হেঁটে অথবা পালকি চড়ে যাত্রা করা যাবে।

মঙ্গলবারের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু ও কাশ্মীরের আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব প্রমুখ। যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করে জম্মু ও কাশ্মীর সরকার।

আরও পড়ুন: হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজোর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, আহত বহু

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লাখ লাখ ভক্তের ঢল নামে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা। ১৪ এপ্রিল থেকে যাত্রায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: QR কোড বাধ্যতামূলক করে মুসলিম দোকানদারদের টার্গেট করা হচ্ছে কি?

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমরনাথ যাত্রায় বন্ধ কপ্টার পরিষেবা, পুণ্যার্থীদের নিরাপত্তায় ‘নো ফ্লাই জোন’

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার অমরনাথ যাত্রার নিরাপত্তা বৈঠকে বড় সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর প্রশাসনের। চলতি বছরে অমরনাথ যাত্রায় মিলবে না হেলকপ্টার পরিষেবা। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। রাজ্যপালের নির্দেশিকা জারি।

পহেলগাঁও ঘটনার পর জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র। প্রতিবারই অমরযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা থাকে জোরদার। এবার আরও জোর দেওয়া হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে হেলকপ্টার পরিষেবা বাতিল করা হল। শ্রী অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এবং উত্তর কাশ্মীরের বালতাল উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছতে পারবেন ভক্তেরা। পায়ে হেঁটে অথবা পালকি চড়ে যাত্রা করা যাবে।

মঙ্গলবারের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু ও কাশ্মীরের আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব প্রমুখ। যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করে জম্মু ও কাশ্মীর সরকার।

আরও পড়ুন: হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজোর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, আহত বহু

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লাখ লাখ ভক্তের ঢল নামে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা। ১৪ এপ্রিল থেকে যাত্রায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: QR কোড বাধ্যতামূলক করে মুসলিম দোকানদারদের টার্গেট করা হচ্ছে কি?

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে