০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল

ইমামা খাতুন
  • আপডেট : ৩ মে ২০২৫, শনিবার
  • / 332

হাই মাদ্রাসার মেধাতালিকায় ৮০ শতাংশই ছাত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় প্রথম দশটি স্থানে ১৫জন। রাজ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত একচেটিয়া স্থান দখল মালদহেরই। মেধা তালিকার প্রথম পাঁচটি স্থানই শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধা তালিকায় মাত্র তিনজন ছাত্র। বাকি সব আসনই মেয়েদের দখলে।রাজ্যে যুগ্ম প্রথম মালদহের ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। প্রাপ্ত নম্বর ৭৮০/ ৮০০।

আরও পড়ুন: হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম আটে মালদার পড়ুয়ারা

আরও পড়ুন: এক নজরে দেখে নিন আলিমের ফল

দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার (৭৭৬/৮০০)। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)  মোহাম্মদিয়া হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ। চতুর্থ স্থানে রয়েছে আফ্রিদা বানু। তার প্রাপ্ত নম্বর ৭৭১। রাম নগর হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ। পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছে ভগবানপুর হাই মাদ্রাসার দুই ছাত্রী। যদিও সপ্তমের তালিকায় রয়েছে মোট দু’জন। পঞ্চমে শবনাম বানু। যার প্রাপ্ত নম্বর ৭৭০। সপ্তমে এক জন আফিফা আফ্রিন সিদ্দিকা। অন্য জন বট্টতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ নুরজাহান খাতুন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৭৬৮। অষ্টম স্থানে রয়েছে ফাহিমা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৬৬। সে-ও বট্টতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়েছে। দশম স্থানে রয়েছে তিন জন। এক জন মুর্শিদাবাদের শাহাদিয়া হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ সোহা খাতুন। দ্বিতীয় জন ভগবানপুর হাই মাদ্রাসার অঞ্জুমান নেশা। এবং তৃতীয় জন হল বুধিয়া হাই মাদ্রাসার রেজুয়ানা সুলতানা। তিন জনেরই প্রাপ্ত নম্বর ৭৬৫। অন্য দিকে, মাধ্যমিকের তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার সঙ্গে দশের তালিকায় রয়েছে রাজ্য জুড়ে আরও ১১ জন ছাত্রী।

আরও পড়ুন: আজ হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফল

আরও পড়ুন: ২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃ‌তী‌দের সংবর্ধনা  মুখ্যমন্ত্রীর

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল

আপডেট : ৩ মে ২০২৫, শনিবার

হাই মাদ্রাসার মেধাতালিকায় ৮০ শতাংশই ছাত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় প্রথম দশটি স্থানে ১৫জন। রাজ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত একচেটিয়া স্থান দখল মালদহেরই। মেধা তালিকার প্রথম পাঁচটি স্থানই শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধা তালিকায় মাত্র তিনজন ছাত্র। বাকি সব আসনই মেয়েদের দখলে।রাজ্যে যুগ্ম প্রথম মালদহের ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। প্রাপ্ত নম্বর ৭৮০/ ৮০০।

আরও পড়ুন: হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম আটে মালদার পড়ুয়ারা

আরও পড়ুন: এক নজরে দেখে নিন আলিমের ফল

দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার (৭৭৬/৮০০)। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)  মোহাম্মদিয়া হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ। চতুর্থ স্থানে রয়েছে আফ্রিদা বানু। তার প্রাপ্ত নম্বর ৭৭১। রাম নগর হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ। পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছে ভগবানপুর হাই মাদ্রাসার দুই ছাত্রী। যদিও সপ্তমের তালিকায় রয়েছে মোট দু’জন। পঞ্চমে শবনাম বানু। যার প্রাপ্ত নম্বর ৭৭০। সপ্তমে এক জন আফিফা আফ্রিন সিদ্দিকা। অন্য জন বট্টতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ নুরজাহান খাতুন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৭৬৮। অষ্টম স্থানে রয়েছে ফাহিমা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৬৬। সে-ও বট্টতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়েছে। দশম স্থানে রয়েছে তিন জন। এক জন মুর্শিদাবাদের শাহাদিয়া হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ সোহা খাতুন। দ্বিতীয় জন ভগবানপুর হাই মাদ্রাসার অঞ্জুমান নেশা। এবং তৃতীয় জন হল বুধিয়া হাই মাদ্রাসার রেজুয়ানা সুলতানা। তিন জনেরই প্রাপ্ত নম্বর ৭৬৫। অন্য দিকে, মাধ্যমিকের তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার সঙ্গে দশের তালিকায় রয়েছে রাজ্য জুড়ে আরও ১১ জন ছাত্রী।

আরও পড়ুন: আজ হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফল

আরও পড়ুন: ২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃ‌তী‌দের সংবর্ধনা  মুখ্যমন্ত্রীর