০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম আটে মালদার পড়ুয়ারা

চামেলি দাস
  • আপডেট : ৩ মে ২০২৫, শনিবার
  • / 340

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার সকালে প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসার ফলাফল। মেধাতালিকায় রাজ্যে প্রথম দশে রয়েছেন ১৫ জন। এই ১৫ জনের মধ্যে আটজন পড়ুয়াই মালদার। প্রথম থেকে অষ্টম পর্যন্ত একচেটিয়াভাবে দখল করেছে মালদার ছাত্র-ছাত্রীরা। প্রথম পাঁচটি স্থান দখল করেছেন শুধুই ছাত্রীরা। প্রথম পাঁচে রয়েছেন ছয়জন ছাত্রী। ষষ্ঠ স্থান সহ মেধাতালিকায় মাত্র তিনজন ছাত্র স্থান পেয়েছেন। বাকি সব আসনই মেয়েদের দখলে।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

আরও পড়ুন: সুন্দরবনের সংখ্যালঘু কৃতি ছাত্রী হতে চায় চিকিৎসক

রাজ্যে যুগ্মভাবে প্রথম মালদার ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। তাঁদের প্রাপ্ত নম্বরপ্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার ৭৭৬। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন ৭৭২। চুতর্থ স্থানে মালদার রামনগর হাই মাদ্রাসার আফরিদা বানু। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭১। পঞ্চম হয়েছেন ভগবানপুর হাই মাদ্রাসার সবনম বানু। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭০। ষষ্ঠ স্থান অধিকার করেছেন শামিম আখতার, তাঁর প্রাপ্ত নম্বর ৭৬৯। মালদার রামনগর হাই মাদ্রাসার ছাত্র। যুগ্মভাবে সপ্তম হয়েছেন অফিফা আফরিন সিদ্দিকি এবং নুরজাহান খাতু। তাঁরা যথাক্রমে ভগবানপুর হাই মাদ্রাস এবং বটতলা আদর্শ হাই মাদ্রাস থেকে পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৬৮। অষ্টম হয়েছেন ফাহিমা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৬৮। মালদার বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে ২০২৫ সালের হাই মাদ্রাস পরীক্ষা দিয়েছিলেন।

আরও পড়ুন: হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় নজরকাড়া ফল নৌরিন আলামের

আরও পড়ুন: হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছেন ফাহামিদা ইয়াসমিন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম আটে মালদার পড়ুয়ারা

আপডেট : ৩ মে ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার সকালে প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসার ফলাফল। মেধাতালিকায় রাজ্যে প্রথম দশে রয়েছেন ১৫ জন। এই ১৫ জনের মধ্যে আটজন পড়ুয়াই মালদার। প্রথম থেকে অষ্টম পর্যন্ত একচেটিয়াভাবে দখল করেছে মালদার ছাত্র-ছাত্রীরা। প্রথম পাঁচটি স্থান দখল করেছেন শুধুই ছাত্রীরা। প্রথম পাঁচে রয়েছেন ছয়জন ছাত্রী। ষষ্ঠ স্থান সহ মেধাতালিকায় মাত্র তিনজন ছাত্র স্থান পেয়েছেন। বাকি সব আসনই মেয়েদের দখলে।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

আরও পড়ুন: সুন্দরবনের সংখ্যালঘু কৃতি ছাত্রী হতে চায় চিকিৎসক

রাজ্যে যুগ্মভাবে প্রথম মালদার ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। তাঁদের প্রাপ্ত নম্বরপ্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার ৭৭৬। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন ৭৭২। চুতর্থ স্থানে মালদার রামনগর হাই মাদ্রাসার আফরিদা বানু। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭১। পঞ্চম হয়েছেন ভগবানপুর হাই মাদ্রাসার সবনম বানু। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭০। ষষ্ঠ স্থান অধিকার করেছেন শামিম আখতার, তাঁর প্রাপ্ত নম্বর ৭৬৯। মালদার রামনগর হাই মাদ্রাসার ছাত্র। যুগ্মভাবে সপ্তম হয়েছেন অফিফা আফরিন সিদ্দিকি এবং নুরজাহান খাতু। তাঁরা যথাক্রমে ভগবানপুর হাই মাদ্রাস এবং বটতলা আদর্শ হাই মাদ্রাস থেকে পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৬৮। অষ্টম হয়েছেন ফাহিমা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৬৮। মালদার বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে ২০২৫ সালের হাই মাদ্রাস পরীক্ষা দিয়েছিলেন।

আরও পড়ুন: হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় নজরকাড়া ফল নৌরিন আলামের

আরও পড়ুন: হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছেন ফাহামিদা ইয়াসমিন