১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চমাধ্যমিকে আর হোম সেন্টার নয়, জানাল সংসদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
  • / 69

পুবের কলম প্রতিবেদক: উচ্চমাধ্যমিকে আর হোম সেন্টারে পরীক্ষা হবে না। এ কথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য, এ বছর নিজের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা। কিন্তু পরের বছর থেকে আর হোম সেন্টারে পরীক্ষা হবে না। আগের মতোই অন্য স্কুলে পরীক্ষার সিট পড়বে। সেখানে গিয়ে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

করোনা পরিস্থিতির কারণে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। এ বছরও কোভিডের ঝুঁকি থাকায় হোম সেন্টারে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। আর তাতে অনেক খরচ বেড়েছে সংসদের। টোকাটুকি আটকাতে কড়া পদক্ষেপ করতে হয়েছে। প্রতিটি স্কুলে পরীক্ষা নেওয়ার জন্য বেড়েছে ভেন্যু সুপারভাইজার থেকে শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও। মূলত খরচে লাগাম দিতেই সংসদ পুরনো নিয়মে ফিরতে চায়।

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে

এবার ৬ হাজার ৫০০ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। প্রতি স্কুলে পর্যবেক্ষক, প্রশ্নপত্র পাঠাতে হয়েছে সংসদকে। সেখানে দু’বছর আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৫০০।

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্র, রাজনৈতিক তরজা শুরু

উল্লেখ্য, ১০ জুন শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল ঘোষণা হচ্ছে। উচ্চমাধ্যমিক সংসদের ওয়েবসাইটের পাশাপাশি এবার পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন একাধিক ওয়েবসাইটে। এ বছর ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চমাধ্যমিকে আর হোম সেন্টার নয়, জানাল সংসদ

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: উচ্চমাধ্যমিকে আর হোম সেন্টারে পরীক্ষা হবে না। এ কথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য, এ বছর নিজের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা। কিন্তু পরের বছর থেকে আর হোম সেন্টারে পরীক্ষা হবে না। আগের মতোই অন্য স্কুলে পরীক্ষার সিট পড়বে। সেখানে গিয়ে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

করোনা পরিস্থিতির কারণে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। এ বছরও কোভিডের ঝুঁকি থাকায় হোম সেন্টারে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। আর তাতে অনেক খরচ বেড়েছে সংসদের। টোকাটুকি আটকাতে কড়া পদক্ষেপ করতে হয়েছে। প্রতিটি স্কুলে পরীক্ষা নেওয়ার জন্য বেড়েছে ভেন্যু সুপারভাইজার থেকে শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও। মূলত খরচে লাগাম দিতেই সংসদ পুরনো নিয়মে ফিরতে চায়।

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে

এবার ৬ হাজার ৫০০ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। প্রতি স্কুলে পর্যবেক্ষক, প্রশ্নপত্র পাঠাতে হয়েছে সংসদকে। সেখানে দু’বছর আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৫০০।

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্র, রাজনৈতিক তরজা শুরু

উল্লেখ্য, ১০ জুন শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল ঘোষণা হচ্ছে। উচ্চমাধ্যমিক সংসদের ওয়েবসাইটের পাশাপাশি এবার পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন একাধিক ওয়েবসাইটে। এ বছর ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী ছিল।