মোবাইল ধরা পড়লে উচ্চ মাধ্যমিকও বাতিল

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 23
পুবের কলম প্রতিবেদকঃ মোবাইল ধরা পড়লে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল। সোমবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মোবাইল ফোন নিয়ে কড়াকড়ি।
পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। পরীক্ষা দিনগুলিতে শিক্ষক-শিক্ষাকর্মীরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। যদি মোবাইল ফোন নিয়ে আসেন তাহলে ভেনু সুপারভাইজার এর কাছে মোবাইল ফোন জমা রাখতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, কোনও পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ধরা পড়লে চলতি বছরের মতো সে আর পরীক্ষা দিতে পারবেন না।
শুধু মোবাইল ফোন নয়, ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল তথা অ্যাডমিট কার্ডই ‘ক্যানসেল’ করে দেওয়ার সিদ্ধান্ত সংসদের।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র ঢুকবেন। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও ধরা পড়লে সংসদ সেই পরীক্ষার্থীর চলতি বছরের মতো পরীক্ষা বাতিল করে দেবে।