‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দে আপত্তি হিমন্তের

- আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: আরএসএস-এর প্রথম সারির নেতা দত্তাত্রেয় হোসাবলের পথে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিন কয়েক আগে দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হোসাবলে মন্তব্য করেন, দেশের সংবিধান থেকে মুছে ফেলা দরকার ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি। রবিবার সেই একই দাবি জানালেন অসমের মুখ্যমন্ত্রী। সংঘের সুরে সুর মিলিয়ে কেন্দ্রের কাছে এই দাবি জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। কেন এই শব্দ দু’টি সংবিধান থেকে তুলে দেওয়া উচিত তার ব্যাখ্যা দিতে গিয়ে হিমন্ত বলেন, ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি মূল সংবিধানের অংশ কখনোই ছিল না। ফলে এই শব্দ দু’টি অপসারণ করা উচিত। হিমন্তের যুক্তি, ধর্মনিরপেক্ষতা শব্দটি ভারতীয় সর্ব ধর্ম সমন্বয়ের ধারণার বিরুদ্ধে। সমাজতন্ত্র কখনোই ভারতের মূল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ নয়। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই শব্দ দু’টি ভারতীয় সংবিধানের মূল অংশ কখনোই ছিল না। পরে এই দু’টি শব্দ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সংযোজন করেছেন। তাই এই শব্দ দু’টি দেশের সংবিধান থেকে মুছে ফেলতে তিনি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেন।