বাংলাদেশের খুলনা-১ আসনে হিন্দু নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করল জামায়াতে ইসলামী
- আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 45
বাংলাদেশের খুলনা-১ আসনে হিন্দু নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করল জামায়াতে ইসলামী
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে নজিরবিহীন সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত প্রার্থী পরিবর্তন করে দলটি মনোনয়ন দিয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন।
বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এর আগে ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের নির্দেশ দেন। খবর দৈনিক ইত্তেফাক।
মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী জানান, “আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই প্রচারণা শুরু করব।” তিনি আরও বলেন, পূর্বঘোষিত প্রার্থী আবু ইউসুফের সঙ্গে কোনো বিরোধ নেই; বরং দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দিয়েছেন আমিরে জামায়াত।
আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফও সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “কৃষ্ণ নন্দীর পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, তাই দায়িত্ব অনুযায়ী কাজ করব।”
উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াত। প্রায় ১০ মাস পর শুধু খুলনা-১ আসনেই প্রার্থী বদলে একজন হিন্দু নেতাকে মনোনয়ন দিয়ে দলটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



























