১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক’ জন পণ্ডিতকে ফেরানো হয়েছে ? কেজরিওয়াল

পুবের কলম প্রতিবেদক : কতজন কাশ্মীরি পণ্ডিতকে পুনর্বাসন দেওয়া হয়েছে কাশ্মীরে ২০১৪ সালের পর থেকে সেই তথ্য জানান। বিজেপির দিকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে দিল্লিতে। তিনি বলেন, আমি যতদূর জানি একজন পণ্ডিতকেও পুনর্বাসন দেওয়া হয়নি কাশ্মীরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিধানসভার অধিবেশন চলাকালীন দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে! ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি প্রসঙ্গে এভাবেই দিল্লি বিধানসভায় বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

প্রথম সপ্তাহের ঝড়ের পরে দ্বিতীয় সপ্তাহে ব্যবসা সামান্য স্তিমিত হলেও ইতিমধ্যেই ২০০ কোটি ক্লাবের সদস্য হয়ে গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। সেই প্রসঙ্গ তুলে কেজরিওয়ালের খোঁচা, কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর আপনাদের দেওয়া হয়েছে কেবল পোস্টার লাগানোর কাজ! তাও একটি ‘মিথ্যে’ ছবির! ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্য করমুক্ত করে দিয়েছে ছবিটিকে। এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন চলাকালীন দিল্লির এক বিজেপি বিধায়ক দাবি তুলেছিলেন, করমুক্ত করা হোক ‘দ্য কাশ্মীর ফাইলস’কে।

আরও পড়ুন: আবগারি দূর্নীতি মামলা: ১৬ মার্চ কেজরিকে সমন আদালতের

 

আরও পড়ুন: মঞ্চে উঠে কেঁদে ফেললেন কেজরিওয়াল…… কিন্তু কেন?

এরপরই ছবিটি নিয়ে বক্তব্য রাখেন অরবিন্দ কেজরিওয়াল। বলেন, ছবিটিকে করমুক্ত করার কী প্রয়োজন? তার চেয়ে বিজেপির উচিত বিবেক অগ্নিহোত্রীকে ছবিটি ইউটিউবেই আপলোড করে দিতে বলা। তা হলেই সকলে নিখরচায় ছবিটি দেখতে পাবেন। আর তাঁর এই মন্তব্যের পরেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী জিজ্ঞাসা করেন আমার কি সত্যিই এত অযৌক্তিক বিষয়ে প্রতিক্রিয়া জানানোর দরকার আছে? তিনি কি স্টিভেন স্পিলবার্গকে ইউটিউবে শিন্ডলার্স লিস্ট আপলোড করতে বলবেন?

 

অনেক মানুষ তো এটাও চায় যে ঈশ্বর পৃথিবীতে আসুক। মূর্খদের এড়ানো উচিত, তাদের উত্তর দেওয়া উচিত নয়। পরিচালক আরও জানান, দুই কোটি মানুষ ইতিমধ্যেই কাশ্মীর ফাইলস দেখেছেন। গভীর এবং বিশুদ্ধ আবেগ নিয়েই সাড়া দিচ্ছেন তাঁরা। ‘প্রফেশনাল অ্যাবিউজার’ ২০ জন রাজনীতিবিদদের চেয়ে আমি সেই দুই কোটি মানুষকে গুরুত্ব দেব।

 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক’ জন পণ্ডিতকে ফেরানো হয়েছে ? কেজরিওয়াল

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক : কতজন কাশ্মীরি পণ্ডিতকে পুনর্বাসন দেওয়া হয়েছে কাশ্মীরে ২০১৪ সালের পর থেকে সেই তথ্য জানান। বিজেপির দিকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে দিল্লিতে। তিনি বলেন, আমি যতদূর জানি একজন পণ্ডিতকেও পুনর্বাসন দেওয়া হয়নি কাশ্মীরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিধানসভার অধিবেশন চলাকালীন দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে! ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি প্রসঙ্গে এভাবেই দিল্লি বিধানসভায় বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

প্রথম সপ্তাহের ঝড়ের পরে দ্বিতীয় সপ্তাহে ব্যবসা সামান্য স্তিমিত হলেও ইতিমধ্যেই ২০০ কোটি ক্লাবের সদস্য হয়ে গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। সেই প্রসঙ্গ তুলে কেজরিওয়ালের খোঁচা, কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর আপনাদের দেওয়া হয়েছে কেবল পোস্টার লাগানোর কাজ! তাও একটি ‘মিথ্যে’ ছবির! ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্য করমুক্ত করে দিয়েছে ছবিটিকে। এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন চলাকালীন দিল্লির এক বিজেপি বিধায়ক দাবি তুলেছিলেন, করমুক্ত করা হোক ‘দ্য কাশ্মীর ফাইলস’কে।

আরও পড়ুন: আবগারি দূর্নীতি মামলা: ১৬ মার্চ কেজরিকে সমন আদালতের

 

আরও পড়ুন: মঞ্চে উঠে কেঁদে ফেললেন কেজরিওয়াল…… কিন্তু কেন?

এরপরই ছবিটি নিয়ে বক্তব্য রাখেন অরবিন্দ কেজরিওয়াল। বলেন, ছবিটিকে করমুক্ত করার কী প্রয়োজন? তার চেয়ে বিজেপির উচিত বিবেক অগ্নিহোত্রীকে ছবিটি ইউটিউবেই আপলোড করে দিতে বলা। তা হলেই সকলে নিখরচায় ছবিটি দেখতে পাবেন। আর তাঁর এই মন্তব্যের পরেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী জিজ্ঞাসা করেন আমার কি সত্যিই এত অযৌক্তিক বিষয়ে প্রতিক্রিয়া জানানোর দরকার আছে? তিনি কি স্টিভেন স্পিলবার্গকে ইউটিউবে শিন্ডলার্স লিস্ট আপলোড করতে বলবেন?

 

অনেক মানুষ তো এটাও চায় যে ঈশ্বর পৃথিবীতে আসুক। মূর্খদের এড়ানো উচিত, তাদের উত্তর দেওয়া উচিত নয়। পরিচালক আরও জানান, দুই কোটি মানুষ ইতিমধ্যেই কাশ্মীর ফাইলস দেখেছেন। গভীর এবং বিশুদ্ধ আবেগ নিয়েই সাড়া দিচ্ছেন তাঁরা। ‘প্রফেশনাল অ্যাবিউজার’ ২০ জন রাজনীতিবিদদের চেয়ে আমি সেই দুই কোটি মানুষকে গুরুত্ব দেব।