০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘এনামূলকে চিনি না, কোনও আর্থিক লেনদেন হয়নি’, নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন দেব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্কঃ আর্থিক লেনদেন হয়নি, এনামূলকে চিনি না। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে অভিনেতা, তৃণমূল সাংসদের কাছে উঠে আসে বেশ কিছু প্রশ্ন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, কত টাকা আর্থিক লেনদেন হয়েছে। এনামূল তাকে কি মূল্যবান গিফট দিয়েছিল। দেবের সেই স্টেটমেন্টগুলি খতিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ফের দেব কে ডাকা হবে কিনা তা নিয়ে সিবিআই তরফে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি সিবিআই দেবকে গরু পাচার কাণ্ডে হাজিরা নোটিশ পাঠায়। আজ ১৫ ফেব্রুয়ারি সেই হাজিরার দিন ছিল। এদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ম্যারাথন জেরায় দেবকে গরু পাচার কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হন দেব। ভোটে জিতে ঘাটালের সাংসদ হন। পরের নির্বাচনেও এই একই কেন্দ্র থেকে জয় পান তারকা সাংসদ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এনামূলকে চিনি না, কোনও আর্থিক লেনদেন হয়নি’, নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন দেব

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আর্থিক লেনদেন হয়নি, এনামূলকে চিনি না। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে অভিনেতা, তৃণমূল সাংসদের কাছে উঠে আসে বেশ কিছু প্রশ্ন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, কত টাকা আর্থিক লেনদেন হয়েছে। এনামূল তাকে কি মূল্যবান গিফট দিয়েছিল। দেবের সেই স্টেটমেন্টগুলি খতিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ফের দেব কে ডাকা হবে কিনা তা নিয়ে সিবিআই তরফে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি সিবিআই দেবকে গরু পাচার কাণ্ডে হাজিরা নোটিশ পাঠায়। আজ ১৫ ফেব্রুয়ারি সেই হাজিরার দিন ছিল। এদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ম্যারাথন জেরায় দেবকে গরু পাচার কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হন দেব। ভোটে জিতে ঘাটালের সাংসদ হন। পরের নির্বাচনেও এই একই কেন্দ্র থেকে জয় পান তারকা সাংসদ।