‘সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম’, নামায শেষে বললেন ফিরহাদ

- আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ পবিত্র ঈদ-উল আযহা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আজ একটি বিশেষ। সারা বিশ্বের সঙ্গে ভারতেও পালিত হচ্ছে ঈদ-উল আযহা। কলকাতা শহরেও বৃষ্টিভেজা সকালকে উপেক্ষা করে দিকে দিকে চলেছে নামায পালন থেকে সৌহার্দ্য বিনিময়। এই উৎসবের আবহেই দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। যার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটে আবহেই রক্তাক্ত রাজ্যের বিভিন্ন জেলা। মনোনয়ন পর্ব থেকেই বাংলায় তৈরি হয়েছে অশান্তির আবহ। উদ্বেগ প্রকাশ করেছে আদালতও।
এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য দোয়া করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি।
ঈদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নামায পড়েন ফিরহাদ। এর পরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম। প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়। ফিরহাদের আর্জি, বাংলার মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান।