০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বার বিতর্ক, প্রধানমন্ত্রীর কাছে স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে বরখাস্তের দাবি কংগ্রেসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার
  • / 122

পুবের কলম, ওয়েবডেস্ক:  গোয়ায় ‘অবৈধ বার’ চালানোর ঘটনায় স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় মন্ত্রীত্বের পদ থেকে বরখাস্তের দাবি তুলল কংগ্রেস। মৃত ব্যক্তির নামে বার লাইসেন্স বের করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির ইরানির মেয়ের নামে। এবার এই ঘটনায় কংগ্রেসের তোপের মুখে স্মৃতি ইরানি।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন স্মৃতির কন্যা জোইশের আইনজীবী কিরাত নাগরা। আইনজীবী বলেছেন, তার মক্কেল সিলি সোলস গোয়া নামক রেস্তোঁরাটির মালিক বা পরিচালনা করছেন না এবং অভিযোগ হিসাবে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও কারণ দর্শানোর নোটিশ পাননি। আইনজীবী কিরাত নাগরা আরও বলেছেন, স্মৃতি ইরানি একজন দক্ষ, সম্মানীয় রাজনীতিবিদ। সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিমূলক পোস্টের মাধ্যমে আমার মক্কেল জোইশ ও তার মায়ের (স্মৃতি ইরানি) ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে, সত্য ঘটনা নিশ্চিত না করেই শুধুমাত্র একটি মেয়ে হওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে মানহানি করার চেষ্টায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভয়ে তটস্থ আটকে থাকা বাংলার বহু পর্যটক

এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সাংবাদিকদের বলেছেন, ইরানির পরিবারের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। স্মৃতির মেয়ে গোয়ায় অবৈধ একটি রেস্তোঁরা চালাচ্ছেন বলে অভিযোগ। গোয়ার নিয়ম অনুযায়ী একটি রেস্তোরাঁ শুধুমাত্র একটি বার লাইসেন্স পেতে পারে কিন্তু এই রেস্তোরাঁ দুটি বার লাইসেন্স পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি, অতি দ্রুত তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।
ন্যাশনাল হেরাল্ড মামলায় স্মৃতি ইরানির রাহুল গান্ধিকে করা কটাক্ষ নিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, সংবাদপত্র চালানোর মতো একটা মহৎ কাজ আর অবৈধ বার চালানোর মধ্যে কোনও তুলনা হতে পারে না। পবন খেরা আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর অজান্তেই কি এই লাইসেন্স দেওয়া হয়েছে, তাহলে কেন রেস্তরাঁর বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আমরা জানতে চাই এই অবৈধ বার লাইসেন্সের পিছনে কোন প্রভাবশালীর প্রভাব কাজ করছে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

উল্লেখ্য, উত্তর গোয়ার আসাগঁওয়ে অবস্থিত ‘সিলি সোলস কাফে অ্যান্ড বার’ রেস্তরাঁর মালিকানা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোইশ ইরানির নামে। বৃহস্পতিবার এই রেস্তরাঁ বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু করেছেন গোয়ার আবগারি কমিশনার নারায়ণ এম গাদ। ভুল নথি জমা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক আইনজীবী আরটিআইয়ের আবেদন করেন।

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ বার বিতর্ক, প্রধানমন্ত্রীর কাছে স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে বরখাস্তের দাবি কংগ্রেসের

আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গোয়ায় ‘অবৈধ বার’ চালানোর ঘটনায় স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় মন্ত্রীত্বের পদ থেকে বরখাস্তের দাবি তুলল কংগ্রেস। মৃত ব্যক্তির নামে বার লাইসেন্স বের করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির ইরানির মেয়ের নামে। এবার এই ঘটনায় কংগ্রেসের তোপের মুখে স্মৃতি ইরানি।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন স্মৃতির কন্যা জোইশের আইনজীবী কিরাত নাগরা। আইনজীবী বলেছেন, তার মক্কেল সিলি সোলস গোয়া নামক রেস্তোঁরাটির মালিক বা পরিচালনা করছেন না এবং অভিযোগ হিসাবে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও কারণ দর্শানোর নোটিশ পাননি। আইনজীবী কিরাত নাগরা আরও বলেছেন, স্মৃতি ইরানি একজন দক্ষ, সম্মানীয় রাজনীতিবিদ। সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিমূলক পোস্টের মাধ্যমে আমার মক্কেল জোইশ ও তার মায়ের (স্মৃতি ইরানি) ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে, সত্য ঘটনা নিশ্চিত না করেই শুধুমাত্র একটি মেয়ে হওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে মানহানি করার চেষ্টায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভয়ে তটস্থ আটকে থাকা বাংলার বহু পর্যটক

এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সাংবাদিকদের বলেছেন, ইরানির পরিবারের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। স্মৃতির মেয়ে গোয়ায় অবৈধ একটি রেস্তোঁরা চালাচ্ছেন বলে অভিযোগ। গোয়ার নিয়ম অনুযায়ী একটি রেস্তোরাঁ শুধুমাত্র একটি বার লাইসেন্স পেতে পারে কিন্তু এই রেস্তোরাঁ দুটি বার লাইসেন্স পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি, অতি দ্রুত তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।
ন্যাশনাল হেরাল্ড মামলায় স্মৃতি ইরানির রাহুল গান্ধিকে করা কটাক্ষ নিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, সংবাদপত্র চালানোর মতো একটা মহৎ কাজ আর অবৈধ বার চালানোর মধ্যে কোনও তুলনা হতে পারে না। পবন খেরা আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর অজান্তেই কি এই লাইসেন্স দেওয়া হয়েছে, তাহলে কেন রেস্তরাঁর বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আমরা জানতে চাই এই অবৈধ বার লাইসেন্সের পিছনে কোন প্রভাবশালীর প্রভাব কাজ করছে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

উল্লেখ্য, উত্তর গোয়ার আসাগঁওয়ে অবস্থিত ‘সিলি সোলস কাফে অ্যান্ড বার’ রেস্তরাঁর মালিকানা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোইশ ইরানির নামে। বৃহস্পতিবার এই রেস্তরাঁ বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু করেছেন গোয়ার আবগারি কমিশনার নারায়ণ এম গাদ। ভুল নথি জমা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক আইনজীবী আরটিআইয়ের আবেদন করেন।

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী