০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বক্সিং কোয়ার্টার ফাইনালে সাতটি সেলাই নিয়েও লড়াকু সতীশের হার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ অলিম্পিকে পুরুষদের সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর বক্সার উজবেকিস্তানের বাখোদির জালভের বিরুদ্ধে– চোখের উপরে সাতটি সেলাই নিয়ে লড়াই করতে নেমেছিলেন ভারতের সতীশ কুমার। ম্যাচ হেরে গেলেও ওই অবস্থাতেই তাঁর লড়াইকে কুর্নিশ করছে ক্রীড়া মহল।  জালভ ম্যাচ জিতে নেন ৫- ০।

পুরুষদের বক্সিংয়ের ৯১ কেজি বিভাগের শেষ আশা ছিলেন ভারতীয় সেনার জওয়ান সতীশ কুমার। প্রী-কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাঁর চোখের  উপর দু’জায়গায় আঘাত লেগেছিল। সেই আঘাত নিয়েই শেষ ষোলোর ম্যাচ জিতেছিলেন দেশের এই বক্সিং তারকা। কিন্তু রবিবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর বাখোদির জালভের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে সেই কাটা জায়গায় সাতটি সেলাই পড়ে সতীশের। কোয়ার্টার ফাইনালে তিনি নামতে পারবেন কি  না– তা নিয়েই সংশয় তৈরি হয়। শেষ মুহূর্তে চিকিৎসকেরা তাঁকে ম্যাচে নামার অনুমতি দেন। ০—৫ হেরে গেলেও সতীশ কিন্তু সহজে প্রতিপক্ষকে ছেড়ে দেননি। জালভের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই কাটা জায়গায় ফের আঘাত পান সতীশ। রক্তও বেরোতে দেখা  যায়। তবুও লড়াই থামাননি তিনি। সতীশের লড়াইয়ে মুগ্ধ  তাঁর প্রতিপক্ষ জালভও। ম্যাচ শেষে ভারতীয় বক্সারকে  জড়িয়ে ধরেন তিনি। সতীশ বলেন– ‘দেশের জন্য সবকিছুই করতে পারি। কারণ দেশ সবার আগে।’ সতীশের লড়াইকে কুর্ণিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বার্তা দিচ্ছেন। কেউ লিখেছেন– ‘এটাই ভারতীয় সেনার মানসিকতা। ’ কারোর বক্তব্য– ‘ এই অবস্থাতেও লড়াই ছাড়োনি। তুমিই দেশের হিরো।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বক্সিং কোয়ার্টার ফাইনালে সাতটি সেলাই নিয়েও লড়াকু সতীশের হার

আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অলিম্পিকে পুরুষদের সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর বক্সার উজবেকিস্তানের বাখোদির জালভের বিরুদ্ধে– চোখের উপরে সাতটি সেলাই নিয়ে লড়াই করতে নেমেছিলেন ভারতের সতীশ কুমার। ম্যাচ হেরে গেলেও ওই অবস্থাতেই তাঁর লড়াইকে কুর্নিশ করছে ক্রীড়া মহল।  জালভ ম্যাচ জিতে নেন ৫- ০।

পুরুষদের বক্সিংয়ের ৯১ কেজি বিভাগের শেষ আশা ছিলেন ভারতীয় সেনার জওয়ান সতীশ কুমার। প্রী-কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাঁর চোখের  উপর দু’জায়গায় আঘাত লেগেছিল। সেই আঘাত নিয়েই শেষ ষোলোর ম্যাচ জিতেছিলেন দেশের এই বক্সিং তারকা। কিন্তু রবিবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর বাখোদির জালভের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে সেই কাটা জায়গায় সাতটি সেলাই পড়ে সতীশের। কোয়ার্টার ফাইনালে তিনি নামতে পারবেন কি  না– তা নিয়েই সংশয় তৈরি হয়। শেষ মুহূর্তে চিকিৎসকেরা তাঁকে ম্যাচে নামার অনুমতি দেন। ০—৫ হেরে গেলেও সতীশ কিন্তু সহজে প্রতিপক্ষকে ছেড়ে দেননি। জালভের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই কাটা জায়গায় ফের আঘাত পান সতীশ। রক্তও বেরোতে দেখা  যায়। তবুও লড়াই থামাননি তিনি। সতীশের লড়াইয়ে মুগ্ধ  তাঁর প্রতিপক্ষ জালভও। ম্যাচ শেষে ভারতীয় বক্সারকে  জড়িয়ে ধরেন তিনি। সতীশ বলেন– ‘দেশের জন্য সবকিছুই করতে পারি। কারণ দেশ সবার আগে।’ সতীশের লড়াইকে কুর্ণিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বার্তা দিচ্ছেন। কেউ লিখেছেন– ‘এটাই ভারতীয় সেনার মানসিকতা। ’ কারোর বক্তব্য– ‘ এই অবস্থাতেও লড়াই ছাড়োনি। তুমিই দেশের হিরো।