০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়েও ব্যর্থ ভারত, ছিটকে গেলেন সৌরভ-মনু ভাকার

সুস্মিতা
  • আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 18

পুবের কলম ওয়েবডেক্সঃ সৌরভ চৌধুরি এবং মনু ভাকার চলতি টোকিও অলিম্পিকে ভালো শুরু করায় তাঁদের নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। আর সেই মতো মিক্সড টিম ইভেন্টে ভারতের দুই তারকা স্টেজ ওয়ানে প্রথম স্থানে থেকে দ্বিতীয় স্টেজে কোয়ালিফাই করেন। কিন্তু দ্বিতীয় স্টেজে মানু চারটে ৯, চারটি ১০ এবং দুটি ৮ মারেন। অন্যদিকে, সৌরভ মারেন দুটি ৯, ৮ টি ১০। স্কোর করেন ৯৮। মানুর কাছে সুযোগ ছিল এর পরেও। দুটি ৯ এবং পাঁচটি ১০ মারার পর তিনি মারেন ৮। আর এখানেই শেষ হয়ে যায় ভারতের প্রতিরোধ। এর পলে সপ্তম স্থানে শেষ করে ভারত। এতে আর পদকের রাউন্ডে পৌঁছে পারল না তারা। এর আগে এশিয়ান গেমসে যখন ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ, তখনই বোঝা গিয়েছিল ভবিষ্যতের তারকা এসে গিয়েছে। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ প্রতিযোগিতাতেও স্বর্ণ পদক জিতেছিলেন সৌরভ।যদিও টোকিওতে ব্যক্তিগত বিভাগে ব্যর্থ হওয়ার পর মিক্সড ইভেন্টেও হার নিয়ে ফিরলেন বিশ্বের ২ নম্বর শুটার সৌরভ চৌধুরি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুটিংয়েও ব্যর্থ ভারত, ছিটকে গেলেন সৌরভ-মনু ভাকার

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেক্সঃ সৌরভ চৌধুরি এবং মনু ভাকার চলতি টোকিও অলিম্পিকে ভালো শুরু করায় তাঁদের নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। আর সেই মতো মিক্সড টিম ইভেন্টে ভারতের দুই তারকা স্টেজ ওয়ানে প্রথম স্থানে থেকে দ্বিতীয় স্টেজে কোয়ালিফাই করেন। কিন্তু দ্বিতীয় স্টেজে মানু চারটে ৯, চারটি ১০ এবং দুটি ৮ মারেন। অন্যদিকে, সৌরভ মারেন দুটি ৯, ৮ টি ১০। স্কোর করেন ৯৮। মানুর কাছে সুযোগ ছিল এর পরেও। দুটি ৯ এবং পাঁচটি ১০ মারার পর তিনি মারেন ৮। আর এখানেই শেষ হয়ে যায় ভারতের প্রতিরোধ। এর পলে সপ্তম স্থানে শেষ করে ভারত। এতে আর পদকের রাউন্ডে পৌঁছে পারল না তারা। এর আগে এশিয়ান গেমসে যখন ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ, তখনই বোঝা গিয়েছিল ভবিষ্যতের তারকা এসে গিয়েছে। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ প্রতিযোগিতাতেও স্বর্ণ পদক জিতেছিলেন সৌরভ।যদিও টোকিওতে ব্যক্তিগত বিভাগে ব্যর্থ হওয়ার পর মিক্সড ইভেন্টেও হার নিয়ে ফিরলেন বিশ্বের ২ নম্বর শুটার সৌরভ চৌধুরি।