১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ দমনে বড়সড় পদক্ষেপ ভারতের, জম্মু-কাশ্মীরের ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ মে ২০২৩, সোমবার
  • / 73

পুবের কলম, ওয়েবডেস্ক: সন্ত্রাসমূলক কার্যকলাপ দমনে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারত। জম্মু-কাশ্মীরের কমপক্ষে ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। গোয়েন্দাদের দাবি, উপত্যকার গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করত সন্ত্রাসী সংগঠনগুলি। পাকিস্তানে থাকা জঙ্গি নেতাদের কাছ থেকেও এই সমস্ত অ্যাপের মাধ্যমে  তাদের কাছে নির্দেশ দেওয়া হত।

নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi, এবং Threema.

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, সন্ত্রাসী সংগঠনগুলি ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGWs)দের সঙ্গে যোগসূত্র তৈরি করার জন্য এই অ্যাপগুলির উপর নজর রাখত। নির্দেশ ট্র্যাক করার নির্দিষ্ট সময়ও ছিল৷এই সমস্ত অ্যাপগুলি সম্পর্কে বহু আগে থেকেই রিপোর্ট করছিলেন গোয়েন্দারা৷ এই ধরনের অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলে অভিযোগ৷ তথ্য প্রযুক্তি, ২০০০ এর ৬৯এ ধারা অনুযায়ী এই সমস্ত অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ যে অ্যাপগুলি ব্লক করা হয়েছে, সেগুলির বিভিন্ন দেশে সার্ভার রয়েছে, সেইকারণে তাদের ট্রেস করা কঠিন হয়ে যায়। এছাড়াও, ভারী এনক্রিপশনের কারণে এই অ্যাপগুলিকে আটকানোর কোনও উপায় নেই।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্ত্রাসবাদ দমনে বড়সড় পদক্ষেপ ভারতের, জম্মু-কাশ্মীরের ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সন্ত্রাসমূলক কার্যকলাপ দমনে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারত। জম্মু-কাশ্মীরের কমপক্ষে ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। গোয়েন্দাদের দাবি, উপত্যকার গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করত সন্ত্রাসী সংগঠনগুলি। পাকিস্তানে থাকা জঙ্গি নেতাদের কাছ থেকেও এই সমস্ত অ্যাপের মাধ্যমে  তাদের কাছে নির্দেশ দেওয়া হত।

নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi, এবং Threema.

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, সন্ত্রাসী সংগঠনগুলি ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGWs)দের সঙ্গে যোগসূত্র তৈরি করার জন্য এই অ্যাপগুলির উপর নজর রাখত। নির্দেশ ট্র্যাক করার নির্দিষ্ট সময়ও ছিল৷এই সমস্ত অ্যাপগুলি সম্পর্কে বহু আগে থেকেই রিপোর্ট করছিলেন গোয়েন্দারা৷ এই ধরনের অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলে অভিযোগ৷ তথ্য প্রযুক্তি, ২০০০ এর ৬৯এ ধারা অনুযায়ী এই সমস্ত অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ যে অ্যাপগুলি ব্লক করা হয়েছে, সেগুলির বিভিন্ন দেশে সার্ভার রয়েছে, সেইকারণে তাদের ট্রেস করা কঠিন হয়ে যায়। এছাড়াও, ভারী এনক্রিপশনের কারণে এই অ্যাপগুলিকে আটকানোর কোনও উপায় নেই।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত