সন্ত্রাসবাদে মদদ! পাকিস্তানের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নিয়ে রাষ্ট্রসংঘে যাচ্ছে ভারত

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 187
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়! এমনই অভিযোগ করে আসছে ভারত। সম্প্রতি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে পাক যোগসূত্রের হদিশ মেলে। এবার ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার বেশকিছু তথ্য প্রমাণ জোগাড় করেছে নয়াদিল্লি। সূত্রের খবর, এই সমস্ত তথ্যপ্রমাণ রাষ্ট্রসংঘে জমা দেবে ভারত। ইরিমধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিশেষ দল পাঠাবে নয়াদিল্লি বলে খবর। আগামী সপ্তাহে ইউএনএসসিআর ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটি বৈঠকে বসবে। সেখানেই ওই তথ্যপ্রমাণ জমা দেবে ভারত।
India to send a team to the United Nations Security Council (UNSC) with the latest evidence of Pakistan’s complicity with terrorism. Next week, the UNSCR 1267 sanctions committee will meet: Sources pic.twitter.com/KEFi17kdwc
— ANI (@ANI) May 11, 2025
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোনঠাসা করতে চাইছে নয়াদিল্লি। কূটনৈতিক ভাবেই ইসলামাবাদকে জবাব দিতে চাই ভারত।