০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত মানে নোংরা-খারাপ রাস্তা, দূষণ- দুর্নীতি’ নারায়াণমূর্তির মন্তব্যে খুব্ধ নেটনাগরিকরা

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 140

পুবের কলম ওয়েব ডেস্কঃ  বাস্তব কথা হল, ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। কথাগুলি বলেছেন, দেশের প্রথম সারির শিল্পপতি ইনফোসিস কর্তা এন আর নারায়াণমূর্তি । এখন তাঁর পরিচয় কেবল ইনফোসিস কর্তা নয়। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর তিনি।

রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার রাজমের জিএমআর ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিএমআরআইটি) এর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠান ছিল। সেখানেই শিক্ষার্থীদের সম্বোধন করে নারায়ণ মূর্তি বলেন, ‘অভাবকে পরিবর্তনের সুযোগ হিসাবে দেখা উচিত। নিজেকে একজন নেতা হিসাবে কল্পনা করা উচিত।

অন্য কেউ আপনার নেতা হবে এটা  ভাবা উচিত নয়।’ এই পর্যন্ত তাঁর বক্তব্য ঠিকই ছিল। কিন্তু এর পরেই তিনি  বলেছেন বাস্তবতা হল, ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে হইচই।

নারায়াণমূর্তি  বলেন, সিঙ্গাপুরের দিকে তাকালে দেখা যাবে পরিষ্কার রাস্তা, দূষণ নেই, এবং বিদ্যুতের কোনও ঘাটতি নেই। সুতরাং, আগামী দিনে এই বাস্তবটা বদলানোর দায়িত্ব নিতে হবে পড়ুয়াদেরই।

তরুণদের সমাজে পরিবর্তন আনার মানসিকতা গড়ে তুলতে হবে, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জনসাধারণ, সমাজ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে শিখতে হবে।’ ইনফোসিস কর্তার এই মন্তব্য অবশ্য ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার জামাইয়ের নাম নিয়েও খোঁটা দিচ্ছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত মানে নোংরা-খারাপ রাস্তা, দূষণ- দুর্নীতি’ নারায়াণমূর্তির মন্তব্যে খুব্ধ নেটনাগরিকরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  বাস্তব কথা হল, ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। কথাগুলি বলেছেন, দেশের প্রথম সারির শিল্পপতি ইনফোসিস কর্তা এন আর নারায়াণমূর্তি । এখন তাঁর পরিচয় কেবল ইনফোসিস কর্তা নয়। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর তিনি।

রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার রাজমের জিএমআর ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিএমআরআইটি) এর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠান ছিল। সেখানেই শিক্ষার্থীদের সম্বোধন করে নারায়ণ মূর্তি বলেন, ‘অভাবকে পরিবর্তনের সুযোগ হিসাবে দেখা উচিত। নিজেকে একজন নেতা হিসাবে কল্পনা করা উচিত।

অন্য কেউ আপনার নেতা হবে এটা  ভাবা উচিত নয়।’ এই পর্যন্ত তাঁর বক্তব্য ঠিকই ছিল। কিন্তু এর পরেই তিনি  বলেছেন বাস্তবতা হল, ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে হইচই।

নারায়াণমূর্তি  বলেন, সিঙ্গাপুরের দিকে তাকালে দেখা যাবে পরিষ্কার রাস্তা, দূষণ নেই, এবং বিদ্যুতের কোনও ঘাটতি নেই। সুতরাং, আগামী দিনে এই বাস্তবটা বদলানোর দায়িত্ব নিতে হবে পড়ুয়াদেরই।

তরুণদের সমাজে পরিবর্তন আনার মানসিকতা গড়ে তুলতে হবে, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জনসাধারণ, সমাজ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে শিখতে হবে।’ ইনফোসিস কর্তার এই মন্তব্য অবশ্য ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার জামাইয়ের নাম নিয়েও খোঁটা দিচ্ছেন।