পুবের কলম, ওয়েবডেস্ক: ইহুদিদের হানুকা উৎসবে সন্ত্রাসী হামলায় আলোর উৎসবের দিনই নেমে এসেছে অন্ধকার। উৎসবের মাঝে এলোপাথাড়ি গুলিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার ঘটনায় কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ভারত সবসময় সমর্থন করবে।”
সোমবার প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বন্ডি সৈকতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছি। ইহুদিদের উৎসব হানুক্কাহ উদযাপনের সময়ে এই হামলা চালানো হল। এই ঘটনায় যাঁরা নিহত হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা গোটা ভারতবাসীর তরফে। এই সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে আছি।”
নিরীহ মানুষের ভিড় লক্ষ্য করে গাছের আড়াল থেকে একের পর এক গুলি ছুড়ছিল আততায়ী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ডি সৈকত–এর আশপাশে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন পর্যটক ও পথচারীরা। এপর্যন্ত হামলায় মৃতের সংখ্যা দাড়িয়েছে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। প্রসঙ্গত, হামলা চালানোর জন্য কি নির্দিষ্ট করে ইহুদিদের উৎসবকেই বেছে নেওয়া হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তা হলে গোটা ঘটনার সঙ্গে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের কোনও সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।































