০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ বেলজিয়ামের বিপক্ষে ভারতের লড়াই, ৪১ বছরের খরা কাটিয়ে পদকের অপেক্ষায় দেশ

সুস্মিতা
  • আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার সমস্ত দেশবাসীর অফুরন্ত শুভেচ্ছা নিয়ে সেমিফাইনালে লড়তে নামছে ভারতীয় পুরুষ হকি দল। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর ৪১ বছর বাদে সেমিফাইনালে উঠেছে মেন ইন ব্লু। তবে লড়াইটা মোটেও সহজ নয়, ভারতকে মুখোমুখি হতে হবে বিশ্বের দু নম্বর দল বেলজিয়ামের। এই মুহুর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের ছেলেরা। গ্রুপ লীগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে পরাজয়ের পর বদলে যায় পুরো দলটার বডি ল্যাঙ্গোয়েজ। স্বপ্নের পারফরম্যান্স উপহার দিয়ে টিম ইন্ডিয়া আজ সেমিফাইনালে।
হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন, তা জেনে নেওয়া যাক। একে অপরের বিরুদ্ধে ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে দুটি দল ১৭ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জয় পেয়েছে মাত্র পাঁচ বার। অন্যদিকে, বেলজিয়াম ভারতকে হারিয়েছে নয় বার। তিনটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।
বেলজিয়াম ২০১৬ এর রিও অলিম্পিকে রুপো পায়, এখনও সোনা ওঠেনি তাদের ঘরে, ১৯২০ অলিম্পিকে পেয়েছিল রুপো।
অন্যদিকে, ভারতের পুরুষ হকি দল অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত ১১ পদক জিতেছে। এরমধ্যে রয়েছে আটটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ভারতের হকি দল ১৯২৮,১৯৩২,১৯৩৬,১৯৪৮,১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ ও ১৯৮০-তে সোনার পদক জিতেছিল। এছাড়াও ১৯৬০-এ রূপো ও ১৯৬৮ ও ১৯৭২-এ ব্রোঞ্জ জিতেছিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ বেলজিয়ামের বিপক্ষে ভারতের লড়াই, ৪১ বছরের খরা কাটিয়ে পদকের অপেক্ষায় দেশ

আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার সমস্ত দেশবাসীর অফুরন্ত শুভেচ্ছা নিয়ে সেমিফাইনালে লড়তে নামছে ভারতীয় পুরুষ হকি দল। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর ৪১ বছর বাদে সেমিফাইনালে উঠেছে মেন ইন ব্লু। তবে লড়াইটা মোটেও সহজ নয়, ভারতকে মুখোমুখি হতে হবে বিশ্বের দু নম্বর দল বেলজিয়ামের। এই মুহুর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের ছেলেরা। গ্রুপ লীগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে পরাজয়ের পর বদলে যায় পুরো দলটার বডি ল্যাঙ্গোয়েজ। স্বপ্নের পারফরম্যান্স উপহার দিয়ে টিম ইন্ডিয়া আজ সেমিফাইনালে।
হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন, তা জেনে নেওয়া যাক। একে অপরের বিরুদ্ধে ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে দুটি দল ১৭ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জয় পেয়েছে মাত্র পাঁচ বার। অন্যদিকে, বেলজিয়াম ভারতকে হারিয়েছে নয় বার। তিনটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।
বেলজিয়াম ২০১৬ এর রিও অলিম্পিকে রুপো পায়, এখনও সোনা ওঠেনি তাদের ঘরে, ১৯২০ অলিম্পিকে পেয়েছিল রুপো।
অন্যদিকে, ভারতের পুরুষ হকি দল অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত ১১ পদক জিতেছে। এরমধ্যে রয়েছে আটটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ভারতের হকি দল ১৯২৮,১৯৩২,১৯৩৬,১৯৪৮,১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ ও ১৯৮০-তে সোনার পদক জিতেছিল। এছাড়াও ১৯৬০-এ রূপো ও ১৯৬৮ ও ১৯৭২-এ ব্রোঞ্জ জিতেছিল।