১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওভালে ইতিহাস লিখে বিরাট জয় ভারতের

পুবের কলম
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 26

পুবের কলম ওয়েবডেস্কঃ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বিরাটের টিম ইন্ডিয়া।

১৯৮৬ সালের পর একাধিক টেস্ট ম্যাচ ইংল্যান্ডের মাটিতে জিতল ভারত।১৯৮৬ সালে কপিল দেব এই কৃতিত্ব দেখিয়েছিলেন। হেডিংলতে বাদ দিলে গোটা সিরিজে প্রাধান্য রেখেছিল বিরাট বাহিনী।

নটিংহ্যামে বৃষ্টি বাদ না সাধলে ওই টেস্টও পকেটে পুরতো টিম ইন্ডিয়া। লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বিরাট কোহলিরা। কিন্তু এর পরেই দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে ছিলেন অ্যান্ডারসনরা। জো রুটের দারুন ব্যাটিং পারফরমেন্স ও জিমির বোলিং-এর কারণে লিডসে জিতে সিরিজে সমতায় ফিরেছিল ইংল্যান্ড।

কিন্তু ওভালেই ইতিহাস লিখলেন বিরাট কোহলিরা। রোহিত শর্মা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহদের পারফরমেন্সের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতল ভারত।এখন শুধু সিরিজ জয়ের অপেক্ষা। এখন থেকেই ওল্ড ট্রাফোর্ডের দিকে তাকাতে শুরু করে দিয়েছে ক্রিকেট বিশ্ব। কারণ সেখানে খেলা হবে সিরিজের শেষ ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডেই সিরিজের ফল ঠিক হবে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ১৯১

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০

ভারত দ্বিতীয় ইনিংস: ৪৬৬

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৯২.২ ওভারে ২১০ (বার্নস ৫০, হামিদ ৬৩, মালান ৫, রুট ৩৬, পোপ ২, বেয়ারস্টো ০, মইন ০, ওকস ১৮, ওভারটন ১০, রবিনসন ১০*, অ্যান্ডারসন ২; যাদব ৩/৬০, বুমরাহ ২/২৭, জাদেজা ২/৫০, শার্দুল ২/২২)।

ফল: ভারত ১৫৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: রোহিত শর্মা (ভারত)

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওভালে ইতিহাস লিখে বিরাট জয় ভারতের

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বিরাটের টিম ইন্ডিয়া।

১৯৮৬ সালের পর একাধিক টেস্ট ম্যাচ ইংল্যান্ডের মাটিতে জিতল ভারত।১৯৮৬ সালে কপিল দেব এই কৃতিত্ব দেখিয়েছিলেন। হেডিংলতে বাদ দিলে গোটা সিরিজে প্রাধান্য রেখেছিল বিরাট বাহিনী।

নটিংহ্যামে বৃষ্টি বাদ না সাধলে ওই টেস্টও পকেটে পুরতো টিম ইন্ডিয়া। লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বিরাট কোহলিরা। কিন্তু এর পরেই দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে ছিলেন অ্যান্ডারসনরা। জো রুটের দারুন ব্যাটিং পারফরমেন্স ও জিমির বোলিং-এর কারণে লিডসে জিতে সিরিজে সমতায় ফিরেছিল ইংল্যান্ড।

কিন্তু ওভালেই ইতিহাস লিখলেন বিরাট কোহলিরা। রোহিত শর্মা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহদের পারফরমেন্সের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতল ভারত।এখন শুধু সিরিজ জয়ের অপেক্ষা। এখন থেকেই ওল্ড ট্রাফোর্ডের দিকে তাকাতে শুরু করে দিয়েছে ক্রিকেট বিশ্ব। কারণ সেখানে খেলা হবে সিরিজের শেষ ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডেই সিরিজের ফল ঠিক হবে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ১৯১

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০

ভারত দ্বিতীয় ইনিংস: ৪৬৬

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৯২.২ ওভারে ২১০ (বার্নস ৫০, হামিদ ৬৩, মালান ৫, রুট ৩৬, পোপ ২, বেয়ারস্টো ০, মইন ০, ওকস ১৮, ওভারটন ১০, রবিনসন ১০*, অ্যান্ডারসন ২; যাদব ৩/৬০, বুমরাহ ২/২৭, জাদেজা ২/৫০, শার্দুল ২/২২)।

ফল: ভারত ১৫৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: রোহিত শর্মা (ভারত)

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।