০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দীপাকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন !

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 100

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত-শ্রীলঙ্কার ক্রিকেট সিরিজ নিয়ে যখন  সবাই ব্যস্ত– তখন  ভারতের অ্যাথলিট মহলে বড় ধাক্কা। দেশের অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন। তবে ঠিক কি কারনে তাঁকে সাসপেন্ড করা হল– সেটা অবশ্য এখনও পরিস্কার নয়।   ২০১৬ সালে রিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয় দীপার। গত দু-আড়াই বছর ধরে কোভিড পরিস্থিতিতে দেশ-বিদেশের বেশ কিছু প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ার পরে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা।

প্রসঙ্গত– ২০২০ সালে টোকিও অলিম্পিক হওয়ার কথা থাকলেও– কোভিডের জন্য তা একবছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়। হটাৎ করে দীপার সাসপেনশনে দেশের ক্রীড়ামহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কেন তাঁকে সাসপেন্ড করা হল সেটা এূনও পরিস্কার নয়। এই খবর জানার পরে  স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন দেশের এই তারকা জিমন্যাস্ট। আর একটি সূত্র থেকে জানা যাচ্ছে  ডোপ পরীক্ষা দিতে রজি না হওয়াতেই হয়তো দীপাকে সাসপেনশনের কবলে পড়তে হয়েছে। দীপার কোচ বিশ্বনাথ নন্দী একটি সংবাদ মাধ্যমে বলেন– ‘দীপা এখন আগরতলায় রয়েছে। এই খবর শোনার পর ও প্রচন্ড  হতাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন কেন ওঁকে হটাৎ সাসপেন্ড করল– তার কারণ খোঁজার চেষ্টা করছি আমরা।’

আরও পড়ুন: চোরাকারবারিদের সঙ্গে আঁতাত, যোগী রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশ কর্মী

 

আরও পড়ুন: SIR শুরুর আগেই রাজ্যের বহু বুথ লেভেল অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীপাকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন !

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত-শ্রীলঙ্কার ক্রিকেট সিরিজ নিয়ে যখন  সবাই ব্যস্ত– তখন  ভারতের অ্যাথলিট মহলে বড় ধাক্কা। দেশের অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন। তবে ঠিক কি কারনে তাঁকে সাসপেন্ড করা হল– সেটা অবশ্য এখনও পরিস্কার নয়।   ২০১৬ সালে রিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয় দীপার। গত দু-আড়াই বছর ধরে কোভিড পরিস্থিতিতে দেশ-বিদেশের বেশ কিছু প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ার পরে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা।

প্রসঙ্গত– ২০২০ সালে টোকিও অলিম্পিক হওয়ার কথা থাকলেও– কোভিডের জন্য তা একবছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়। হটাৎ করে দীপার সাসপেনশনে দেশের ক্রীড়ামহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কেন তাঁকে সাসপেন্ড করা হল সেটা এূনও পরিস্কার নয়। এই খবর জানার পরে  স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন দেশের এই তারকা জিমন্যাস্ট। আর একটি সূত্র থেকে জানা যাচ্ছে  ডোপ পরীক্ষা দিতে রজি না হওয়াতেই হয়তো দীপাকে সাসপেনশনের কবলে পড়তে হয়েছে। দীপার কোচ বিশ্বনাথ নন্দী একটি সংবাদ মাধ্যমে বলেন– ‘দীপা এখন আগরতলায় রয়েছে। এই খবর শোনার পর ও প্রচন্ড  হতাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন কেন ওঁকে হটাৎ সাসপেন্ড করল– তার কারণ খোঁজার চেষ্টা করছি আমরা।’

আরও পড়ুন: চোরাকারবারিদের সঙ্গে আঁতাত, যোগী রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশ কর্মী

 

আরও পড়ুন: SIR শুরুর আগেই রাজ্যের বহু বুথ লেভেল অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক