০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে ‘ভয়ঙ্কর টি-২০ দল’ বলছেন ইনজামাম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি টি-২০  বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হতে চলেছে  পাকিস্তান। তার আগে এই ম্যাচে পাকিস্তানের একাধিক  প্রাক্তন ক্রিকেটার যখন  ভারতকে বাক্যবানে চাপে ফেলার চেষ্টা  করছেন– তখন  সে দেশের প্রাক্তন অধিনায়ক  ইনজামাম উল হক টিম ইন্ডিয়াকে ‘ভয়ঙ্কর টি -২০ দল’  বলে উল্লেখ করে কোহলিদের বিশ্বকাপের ফেভারিট  হিসেবে বেছে  নিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম  বলেন‘কোনও প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হবে সেটা আগে থেকে বলা সম্ভব  নয়। তবে কাদের জেতার  সুযোগ কতটা– সেটা আন্দাজ করা যেতে পারে।  আমার মনে হয়– এবারের বিশ্বকাপ জয়ের সম্ভবনা ভারতের সবচেয়ে বেশি। ওরা ভয়ঙ্কর এক টি-২০ দল।ভারতীয় দলে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটাররা রয়েছে। ’

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

প্রসঙ্গত– এবারের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। করোনার কারনে তা সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। অনুশীলন ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে  হারিয়েছে  টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে ১৫৩ রান তাড়া করতে নেমেও বিরাট কোহলিকে নামতে হয়নি। ইনজামামের মতে– ‘১৫৩ রান তাড়া করতে নেমেও ওদের বিরাট কোহলিকে ব্যাট হাতে নামতে হচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে ভারতের শক্তি কতটা। ওরা অনায়াসেই অজিদের হারাল।’

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতকে ‘ভয়ঙ্কর টি-২০ দল’ বলছেন ইনজামাম

আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি টি-২০  বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হতে চলেছে  পাকিস্তান। তার আগে এই ম্যাচে পাকিস্তানের একাধিক  প্রাক্তন ক্রিকেটার যখন  ভারতকে বাক্যবানে চাপে ফেলার চেষ্টা  করছেন– তখন  সে দেশের প্রাক্তন অধিনায়ক  ইনজামাম উল হক টিম ইন্ডিয়াকে ‘ভয়ঙ্কর টি -২০ দল’  বলে উল্লেখ করে কোহলিদের বিশ্বকাপের ফেভারিট  হিসেবে বেছে  নিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম  বলেন‘কোনও প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হবে সেটা আগে থেকে বলা সম্ভব  নয়। তবে কাদের জেতার  সুযোগ কতটা– সেটা আন্দাজ করা যেতে পারে।  আমার মনে হয়– এবারের বিশ্বকাপ জয়ের সম্ভবনা ভারতের সবচেয়ে বেশি। ওরা ভয়ঙ্কর এক টি-২০ দল।ভারতীয় দলে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটাররা রয়েছে। ’

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

প্রসঙ্গত– এবারের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। করোনার কারনে তা সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। অনুশীলন ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে  হারিয়েছে  টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে ১৫৩ রান তাড়া করতে নেমেও বিরাট কোহলিকে নামতে হয়নি। ইনজামামের মতে– ‘১৫৩ রান তাড়া করতে নেমেও ওদের বিরাট কোহলিকে ব্যাট হাতে নামতে হচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে ভারতের শক্তি কতটা। ওরা অনায়াসেই অজিদের হারাল।’

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না