১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত ইনজামাম উল হক, উদ্বেগের ছায়া ক্রিকেট বিশ্ব জুড়ে

পুবের কলম
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।

প্রাক্তন সতীর্থ ” ইনজির” হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রিকেট বিশ্বে নেমে আসে উদ্বেগ। সকলকেই প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে জীবনের ২২ গজে আবারও দিন শুরু করুন এই প্রাক্তন পাক ডানহাতি।

ইনজামামের ম্যানোজার জানিয়েছেন কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল এই প্রাক্তন ক্রিকেটারের। বুকে ব্যাথা অনুভব করছিলেন।

সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।”

৫১ বছর বয়সী এই প্রাক্তন খেলোয়াড় আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তাঁর রয়েছে ১১,৭০১ রান। ১১৯টি টেস্ট ম্যাচ খেলে তাঁর রান ৮,৮২৯। ১৯৯২ সালে বর্তমানে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও ইনজামাম উল হকের অনবদ্য ভূমিকায় প্রথমবারের জন্য পাকিস্তান ঘরে তোলে বিশ্বকাপ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হৃদরোগে আক্রান্ত ইনজামাম উল হক, উদ্বেগের ছায়া ক্রিকেট বিশ্ব জুড়ে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।

প্রাক্তন সতীর্থ ” ইনজির” হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রিকেট বিশ্বে নেমে আসে উদ্বেগ। সকলকেই প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে জীবনের ২২ গজে আবারও দিন শুরু করুন এই প্রাক্তন পাক ডানহাতি।

ইনজামামের ম্যানোজার জানিয়েছেন কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল এই প্রাক্তন ক্রিকেটারের। বুকে ব্যাথা অনুভব করছিলেন।

সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।”

৫১ বছর বয়সী এই প্রাক্তন খেলোয়াড় আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তাঁর রয়েছে ১১,৭০১ রান। ১১৯টি টেস্ট ম্যাচ খেলে তাঁর রান ৮,৮২৯। ১৯৯২ সালে বর্তমানে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও ইনজামাম উল হকের অনবদ্য ভূমিকায় প্রথমবারের জন্য পাকিস্তান ঘরে তোলে বিশ্বকাপ।