৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেক অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে সোনা জিতলেন ইরানি শুটার

পুবের কলম ওয়েবডেস্কঃ বয়স তার ৪১। এবারই অলিম্পিকে অভিষেক হলো ইরানিয়ান শ্যুটার জাভাদ ফারোগির। এই বয়সে যার কোচিং করানোর কথা, তার কিনা অভিষেক হলো অলিম্পিকে। শুধু অভিষিক্ত হওয়াই নয়, নিজের প্রথম এবং শেষ আসরকে অলিম্পিকের সোনা দিয়ে স্মরনীয় ইরানের শ্যুটার জাভাদ ফারোগি।
টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলে তাক লাগিয়ে দেন জাভাদ ফরোগি। অভিষেক অলিম্পিকেই রীতিমতো রেকর্ড গড়ে জিতলেন সোনার পদক! আসাকা শুটিং রেঞ্জে ২৪৪.৮ পয়েন্ট পেয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন জাভাদ।
৪১ বছর বয়সী এ শুটার ফাইনালে হারিয়েছেন সার্বিয়ার শুটার দামির মিকেচকে। ২৩৭.৯ পয়েন্ট পান মিকেচ। ব্রোঞ্জ জিতেছেন চীনের পাং উয়েই। তার পয়েন্ট ২১৭.৬। অলিম্পিক শুটিংয়ে এটাই প্রথম সোনার পদক ইরানের।
সোনা জয়ের পর জাভাদ বলেন, ‘বাছাইপর্বে স্নায়ুচাপে ভোগায় ফাইনালে এসে আর কোনো চাপে ভুগিনি। মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করতে পেরেছি।
এই ইভেন্টে ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ভিয়েতনামের হোয়াং জুয়ান ফাইনালেই উঠতে পারেননি। এ বছর দারুণ ফর্মে আছেন ফারোগি। আইএসএসএফ বিশ্বকাপে সোনার পদক জেতেন গত জুনে ক্রোয়েশিয়ায়। এবার অলিম্পিক ফাইনালে কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হলেন ফারোগি।
১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারোত্তোলনে ৩৮ বছর বয়সে ব্রোঞ্জ জেতেন ইরানের মাহমুদ নামদাজো। তার গড়া রেকর্ড ভাঙলেন ফারোগি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেক অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে সোনা জিতলেন ইরানি শুটার

আপডেট : ২৫ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বয়স তার ৪১। এবারই অলিম্পিকে অভিষেক হলো ইরানিয়ান শ্যুটার জাভাদ ফারোগির। এই বয়সে যার কোচিং করানোর কথা, তার কিনা অভিষেক হলো অলিম্পিকে। শুধু অভিষিক্ত হওয়াই নয়, নিজের প্রথম এবং শেষ আসরকে অলিম্পিকের সোনা দিয়ে স্মরনীয় ইরানের শ্যুটার জাভাদ ফারোগি।
টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলে তাক লাগিয়ে দেন জাভাদ ফরোগি। অভিষেক অলিম্পিকেই রীতিমতো রেকর্ড গড়ে জিতলেন সোনার পদক! আসাকা শুটিং রেঞ্জে ২৪৪.৮ পয়েন্ট পেয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন জাভাদ।
৪১ বছর বয়সী এ শুটার ফাইনালে হারিয়েছেন সার্বিয়ার শুটার দামির মিকেচকে। ২৩৭.৯ পয়েন্ট পান মিকেচ। ব্রোঞ্জ জিতেছেন চীনের পাং উয়েই। তার পয়েন্ট ২১৭.৬। অলিম্পিক শুটিংয়ে এটাই প্রথম সোনার পদক ইরানের।
সোনা জয়ের পর জাভাদ বলেন, ‘বাছাইপর্বে স্নায়ুচাপে ভোগায় ফাইনালে এসে আর কোনো চাপে ভুগিনি। মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করতে পেরেছি।
এই ইভেন্টে ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ভিয়েতনামের হোয়াং জুয়ান ফাইনালেই উঠতে পারেননি। এ বছর দারুণ ফর্মে আছেন ফারোগি। আইএসএসএফ বিশ্বকাপে সোনার পদক জেতেন গত জুনে ক্রোয়েশিয়ায়। এবার অলিম্পিক ফাইনালে কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হলেন ফারোগি।
১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারোত্তোলনে ৩৮ বছর বয়সে ব্রোঞ্জ জেতেন ইরানের মাহমুদ নামদাজো। তার গড়া রেকর্ড ভাঙলেন ফারোগি।