২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপ্রতিরোধ্য সিন্ধু, দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে অনায়াসে জয়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
  • / 50

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকের বুধবারের সকাল টা দেশবাসীর জন্য এক দুর্দান্ত শুরু হল। এককথায় অপ্রতিরোধ্য পিভি সিন্ধু।

সিন্ধু রিও অলিম্পিকের রুপো জয়ী। অনায়াসে এই ভারতীয় মহিলা শাটলার জায়গা করে নিলেন টোকিও অলিম্পিক্সের মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও। সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং।প্রথম ম্যাচে জয় এনেছিলেন ২৯ মিনিটে, তারপর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে জয় পেলেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-৯, ২১-১৬। চানুর পর এবার দেশবাসী প্রহর গুনছে সিন্ধুর দিকে তাকিয়ে। রিওর পর টোকিও পরপর দুটো অলিম্পিক পদক এনে পারবেন সিন্ধু ইতিহাস গড়তে। আপাতত তারই প্রতীক্ষা।

আরও পড়ুন: অলিম্পিক পদক থাকলে কেরিয়ার পূর্ণতা পেত: সানিয়া

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপ্রতিরোধ্য সিন্ধু, দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে অনায়াসে জয়

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকের বুধবারের সকাল টা দেশবাসীর জন্য এক দুর্দান্ত শুরু হল। এককথায় অপ্রতিরোধ্য পিভি সিন্ধু।

সিন্ধু রিও অলিম্পিকের রুপো জয়ী। অনায়াসে এই ভারতীয় মহিলা শাটলার জায়গা করে নিলেন টোকিও অলিম্পিক্সের মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও। সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং।প্রথম ম্যাচে জয় এনেছিলেন ২৯ মিনিটে, তারপর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে জয় পেলেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-৯, ২১-১৬। চানুর পর এবার দেশবাসী প্রহর গুনছে সিন্ধুর দিকে তাকিয়ে। রিওর পর টোকিও পরপর দুটো অলিম্পিক পদক এনে পারবেন সিন্ধু ইতিহাস গড়তে। আপাতত তারই প্রতীক্ষা।

আরও পড়ুন: অলিম্পিক পদক থাকলে কেরিয়ার পূর্ণতা পেত: সানিয়া

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা