মসজিদে কনসার্ট করাচ্ছে ইসরাইল, হামাসের নিন্দা

- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 27
পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ ইসরাইলে অবস্থিত বিরশেবা গ্রেট মসজিদে ধারাবাহিক কনসার্ট আয়োজনের অনুমতি দেওয়ায় ইসরাইলি সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এ ধরনের অপকর্ম বন্ধে তারা ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানায়, ‘বিরশেবা গ্রেট মসজিদে ধারাবাহিক কনসার্ট ও উৎসব আয়োজনের যে অনুমতি ইসরাইল কর্তৃপক্ষ দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’ এটি মসজিদের পবিত্রতার একটি স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে হামাস আরও জানায়, ‘এ ধরনের কাজগুলো বিশ্বজুড়ে সব মুসলমানের আবেগে আঘাত করে।’ বিরশেবা গ্রেট মসজিদে একাধিক কনসার্ট ও উৎসব আয়োজনের একদিন পর হামাস এ বিবৃতি দেয়। বিবৃতিতে হামাস আরও জানায়, ‘বিরশেবা মসজিদ পুরোপুরি মুসলিমদের সম্পত্তি। এ অঞ্চলের মুসলমানরাই এ মসজিদ ব্যবহারের অধিকার রাখে।’ হামাস আরও বলে, ঐতিহাসিক মসজিদগুলো এই ভূমি এবং এর প্রকৃত বাসিন্দাদের মধ্যে সংযোগ বজায় রাখে। ইসরাইলি দখলদারি এবং বসতি স্থাপনকারী-ঔপনিবেশিক নীতিগুলো ঐতিহাসিক ফিলিস্তিনের বৈশিষ্ট্যকে বিকৃত করতে সফল হবে না। বিবৃতির শেষে হামাস ইসরাইলের মোকাবিলায় সব মুসলিমকে একজোট হয়ে প্রতিরোধ তৈরির আহ্বান জানিয়েছে।