০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত ভ্যাপসা গরম নয়, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 172

পুবের কলম প্রতিবেদক: গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। অপেক্ষায় একটাই বৃষ্টি কবে হবে। তবে এখনই মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে মেঘলা আকাশের পরিমাণ বেশি থাকবে। বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। জানা গিয়েছে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাপমাত্রা বেশি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হলেও তা চরম হবে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি তবে মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা একটু বাড়বে।

আরও পড়ুন: ভীড় সামাল দিতে উত্তরবঙ্গগামী পুজো স্পেশাল ট্রেন

এদিকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের ওই এলাকায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাব পড়বে না রাজ্যে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকেরা যারা যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। বৃহস্পতিবার পর্যন্ত সতর্কবার্তা থাকবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি

 

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে অক্ষরেখার প্রভাব ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কেরল, তামিলনাড়ু পন্ডিচেরি, করাইকাল, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে অসম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও সিকিমে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশ ও রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ঝাড়খন্ড ও গুজরাটে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপাতত ভ্যাপসা গরম নয়, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। অপেক্ষায় একটাই বৃষ্টি কবে হবে। তবে এখনই মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে মেঘলা আকাশের পরিমাণ বেশি থাকবে। বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। জানা গিয়েছে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাপমাত্রা বেশি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হলেও তা চরম হবে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি তবে মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা একটু বাড়বে।

আরও পড়ুন: ভীড় সামাল দিতে উত্তরবঙ্গগামী পুজো স্পেশাল ট্রেন

এদিকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের ওই এলাকায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাব পড়বে না রাজ্যে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকেরা যারা যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। বৃহস্পতিবার পর্যন্ত সতর্কবার্তা থাকবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি

 

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে অক্ষরেখার প্রভাব ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কেরল, তামিলনাড়ু পন্ডিচেরি, করাইকাল, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে অসম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও সিকিমে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশ ও রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ঝাড়খন্ড ও গুজরাটে।