৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক বছর পর চিনে ফিরলেন জ্যাক মা

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
  • / 83

পুবের কলম,ওয়েবডেস্ক:দীর্ঘদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে। আলিবাবার মালিকানাধীন হংকং-এর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে একটি বিদ্যালয় পরিদর্শন করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।

এই বিদ্যালয় পরিদর্শনের সময় ধনকুবের জ্যাক মা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন। হংকংয়ে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিত্রকর্মের একটি প্রদর্শনীও ঘুরে দেখেছেন। চিত্রকলা ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মার গভীর আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

জ্যাক মা ২০১৯ সালে তাঁর ৫৫তম জন্মদিনে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশের কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে ভ্রমণ শুরু করেন। তবে তার ভ্রমণপথ চিনা কর্তৃপক্ষ অনুসরণ করে থাকে। আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর জ্যাক মা বলেছিলেন, তিনি অবসরের দিনগুলো জনকল্যাণমূলক, গ্রামীণ শিক্ষা এবং চিনের গ্রামীণ সেক্টরকে পুনরুজ্জীবিত করার কাজে লাগাতে চান।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক বছর পর চিনে ফিরলেন জ্যাক মা

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক:দীর্ঘদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে। আলিবাবার মালিকানাধীন হংকং-এর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে একটি বিদ্যালয় পরিদর্শন করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।

এই বিদ্যালয় পরিদর্শনের সময় ধনকুবের জ্যাক মা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন। হংকংয়ে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিত্রকর্মের একটি প্রদর্শনীও ঘুরে দেখেছেন। চিত্রকলা ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মার গভীর আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

জ্যাক মা ২০১৯ সালে তাঁর ৫৫তম জন্মদিনে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশের কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে ভ্রমণ শুরু করেন। তবে তার ভ্রমণপথ চিনা কর্তৃপক্ষ অনুসরণ করে থাকে। আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর জ্যাক মা বলেছিলেন, তিনি অবসরের দিনগুলো জনকল্যাণমূলক, গ্রামীণ শিক্ষা এবং চিনের গ্রামীণ সেক্টরকে পুনরুজ্জীবিত করার কাজে লাগাতে চান।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ