আসন বণ্টন নিয়ে ক্ষুব্ধ জেডিইউ সাংসদ অজয় কুমার মণ্ডল পদত্যাগ করতে চান!

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 86
পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ অজয় কুমার মণ্ডল। মঙ্গলবার তিনি দলের সভাপতি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে এক চিঠিতে জানিয়েছেন, তার মতামত না শোনার কারণে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করতে চান।
অজয় মণ্ডল অভিযোগ করেছেন, তার নিজের লোকসভা এলাকায় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তাকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। তিনি লিখেছেন, “যারা কখনও কাজ করেনি তাদের প্রার্থী করার কথা হচ্ছে, অথচ জেলা সভাপতি ও স্থানীয় নেতৃত্বের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাকে আপনার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমার কথা কেউ শুনছেও না। আত্মসম্মান ও দলের ভবিষ্যৎ ভেবে আমি প্রশ্ন করছি—এই পরিস্থিতিতে সাংসদ পদে থাকা কতটা অর্থবহ?”
ভাগলপুর থেকে নির্বাচিত এই জেডিইউ সাংসদ বলেন, তার উদ্দেশ্য দল বা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বরং দলকে রক্ষা করা। তিনি সতর্ক করে বলেন, “বাইরের লোক ও নিষ্ক্রিয় কর্মীদের প্রাধান্য দেওয়া হলে দল দুর্বল হবে, যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বের জন্যও বিপজ্জনক।” শেষে তিনি আত্মসম্মানের প্রশ্নে সাংসদ পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
এদিকে, এনডিএ ইতিমধ্যে আসন বণ্টনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে, লোজপা (রাম বিলাস) ২৯টি আসনে, আর রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি করে আসনে লড়বে। বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ১১ নভেম্বর, এবং ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।