১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট কোহলিকে নিয়ে চিন্তিত জন্টি রোডস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এখন আর তিনি ভারতের অধিনায়ক নন। বুধবার পার্লে আজ নিজের ক্রিকেট কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি মাঠে নামলেন দলের একজন সাধারণ সদস্য হিসেবে। এই দলের নেতূত্বে ছিলেন লোকেশ রাহুল। সেই লোকেশ রাহুল, এতদিন যিনি কোহলির নেতূত্বে খেলে আসছিলেন। এই অবস্থায় কোহলিকে নিয়ে বেশ চিন্তিত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। তিনি মনে করেন, নেতৃত্বের ভারমুক্ত হয়ে কোহলি হয়তো আরও বেশি ভয়ংকর হয়ে উঠতে পারেন।

ভারতের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামল প্রোটিয়ারা। এই সিরিজকে মাথায় রেখে নিজের দেশের ক্রিকেটারদের সতর্ক করে দিচ্ছেন জন্টি। তার মতে, কোহলিকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। তিনি বলেন, ‘ক’দিন আগেই কোহলি নেতূত্ব থেকে সরে দাঁড়িয়েছে। সে কিন্তু এখন খোলা মনে খেলবে।কারণ, ওর উপর এখন আর বাড়তি কোনও চাপ নেই। কোহলি এখন বোঝাতে চাইবে, নেতৃত্ব দেওয়া ছাড়াও তিনি এখন দলের অনেক কাজে লাগতে পারে।’ একটু থেমে, ‘আমি কিন্তু গোটা বিষয়টা নিয়ে চিন্তিত। কোহলির মতো ক্রিকেটার জেগে উঠলে যেকোনও প্রতিপক্ষ ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। আমার তো এখনই চিন্তা হচ্ছে। আমি যদি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকতাম, তা হলে অবশ্যই কোহলিকে নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলতাম।’

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট কোহলিকে নিয়ে চিন্তিত জন্টি রোডস

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এখন আর তিনি ভারতের অধিনায়ক নন। বুধবার পার্লে আজ নিজের ক্রিকেট কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি মাঠে নামলেন দলের একজন সাধারণ সদস্য হিসেবে। এই দলের নেতূত্বে ছিলেন লোকেশ রাহুল। সেই লোকেশ রাহুল, এতদিন যিনি কোহলির নেতূত্বে খেলে আসছিলেন। এই অবস্থায় কোহলিকে নিয়ে বেশ চিন্তিত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। তিনি মনে করেন, নেতৃত্বের ভারমুক্ত হয়ে কোহলি হয়তো আরও বেশি ভয়ংকর হয়ে উঠতে পারেন।

ভারতের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামল প্রোটিয়ারা। এই সিরিজকে মাথায় রেখে নিজের দেশের ক্রিকেটারদের সতর্ক করে দিচ্ছেন জন্টি। তার মতে, কোহলিকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। তিনি বলেন, ‘ক’দিন আগেই কোহলি নেতূত্ব থেকে সরে দাঁড়িয়েছে। সে কিন্তু এখন খোলা মনে খেলবে।কারণ, ওর উপর এখন আর বাড়তি কোনও চাপ নেই। কোহলি এখন বোঝাতে চাইবে, নেতৃত্ব দেওয়া ছাড়াও তিনি এখন দলের অনেক কাজে লাগতে পারে।’ একটু থেমে, ‘আমি কিন্তু গোটা বিষয়টা নিয়ে চিন্তিত। কোহলির মতো ক্রিকেটার জেগে উঠলে যেকোনও প্রতিপক্ষ ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। আমার তো এখনই চিন্তা হচ্ছে। আমি যদি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকতাম, তা হলে অবশ্যই কোহলিকে নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলতাম।’

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির