১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

পুবের কলম প্রতিবেদক: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশন কলকাতা-সহ রাজ্য পুলিশের দক্ষতার উপর ভরসা রেখে করতে চেয়েছিলেন পঞ্চায়েত ভোট। নির্বাচন শুরুর ঠিক আগেই পুলিশকর্মীদের নিয়ে আরও কড়া লালবাজার। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন বা স্পেশাল ডিউটি-তে থাকা পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সেই নিয়ে এবার নজরদারি চালাবে লালবাজার। হেড অফিসের নজরে কনস্টেবল থেকে ইনস্পেকটর, বাহিনীর সব পদের কর্মীরাই।

ডিউটির সময় পুলিশকর্মীরা ঠিক কোথায় আছেন? এবার সব তথ্যই থাকবে লালবাজারের হাতের মুঠোয়। কলকাতা পুলিশের সদর দফতর থেকে চলবে রুটিন নজরদারি। আর বাহিনীকে নজরে রাখতে লালবাজারের হাতিয়ার এবার রেডিও ফ্রিকোন্সি আইডি কার্ড। সাধারণ আইডি বদলে কলকাতা পুলিশের সমস্ত কর্মীদের জন্য আসছে আরএফআইডি। এই আরএফআইডি কার্ডে পুলিশকর্মীদের ইনফরমেশন স্টোর করা থাকবে। আরএফআইডি-এর চিপের মাধ্যমে চাইলে লালবাজার থেকে সরাসরি যে কোনও পুলিশকর্মীর লোকেশন ট্র্যাক করা যাবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

মিছিল-মিটিংয়ের অর্থাৎ আইনশৃঙ্খলা ডিউটি মোতায়েন পুলিশকর্মীরা সে স্পটেই আছেন কিনা আরএফআইডি কার্ডের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে নিশ্চিত করবে পুলিশ হেড কোর্য়াটার। আইন-শৃঙ্খলার ডিউটি বা কোনও বিশেষ দায়িত্ব থাকলে আরএফআইডি পরে থাকতে হবে বলে নির্দেশ লালবাজারের। যে থানা এলাকায় আইন-শৃঙ্খলা জনিত কর্মসূচি থাকবে সেখানকার ওসিকে আরএফআইডি কার্ড রিডারের মাধ্যমে যাদের সেখানে ডিউটি পড়েছে তাঁদের অ্যাটেনডেন্স রেজিস্টার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

আচমকা পুলিশকে নিয়ে এতটা কড়া কেন লালবাজার? পুলিশকর্মীদের সততা নিয়ে কোনও প্রশ্ন উঠুক তা চাইছে না প্রশাসন। বাহিনীর দায়িত্ব পালনে কোনও ফাঁক রাখতে চান না তাঁরা। সূত্রের দাবি, আইন-শৃঙ্খলা ডিউটিতে একসঙ্গে বিশাল বাহিনী মোতায়েন হয়। ফলে কেউ গরহাজির আছে কিনা বা ডিউটি শেষ হওয়ার আগে সেখান থেকে চলে গিয়েছেন কিনা— তা বোঝা যায় যায় না। তাই হাজিরার পাশাপাশি আইন-শৃঙ্খলার ডিউটিতে মোতায়েন পুলিশকর্মীরা সেই জায়গাতেই আছেন কিনা— সেই বিষয়টি নজর রাখতে এই নয়া ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার।

আরও পড়ুন: সঙ্গীত সংস্থার বিরুদ্ধে সিনেমা চুরির অভিযোগ প্রযোজক পরিচালকের, তদন্তে লালবাজার

 

 

সর্বধিক পাঠিত

যুদ্ধবিরতির মাঝেও রক্তপাত: গাজায় তিন মাসে অন্তত ১০০ শিশুর মৃত্যু, জানাল জাতিসংঘ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশন কলকাতা-সহ রাজ্য পুলিশের দক্ষতার উপর ভরসা রেখে করতে চেয়েছিলেন পঞ্চায়েত ভোট। নির্বাচন শুরুর ঠিক আগেই পুলিশকর্মীদের নিয়ে আরও কড়া লালবাজার। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন বা স্পেশাল ডিউটি-তে থাকা পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সেই নিয়ে এবার নজরদারি চালাবে লালবাজার। হেড অফিসের নজরে কনস্টেবল থেকে ইনস্পেকটর, বাহিনীর সব পদের কর্মীরাই।

ডিউটির সময় পুলিশকর্মীরা ঠিক কোথায় আছেন? এবার সব তথ্যই থাকবে লালবাজারের হাতের মুঠোয়। কলকাতা পুলিশের সদর দফতর থেকে চলবে রুটিন নজরদারি। আর বাহিনীকে নজরে রাখতে লালবাজারের হাতিয়ার এবার রেডিও ফ্রিকোন্সি আইডি কার্ড। সাধারণ আইডি বদলে কলকাতা পুলিশের সমস্ত কর্মীদের জন্য আসছে আরএফআইডি। এই আরএফআইডি কার্ডে পুলিশকর্মীদের ইনফরমেশন স্টোর করা থাকবে। আরএফআইডি-এর চিপের মাধ্যমে চাইলে লালবাজার থেকে সরাসরি যে কোনও পুলিশকর্মীর লোকেশন ট্র্যাক করা যাবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

মিছিল-মিটিংয়ের অর্থাৎ আইনশৃঙ্খলা ডিউটি মোতায়েন পুলিশকর্মীরা সে স্পটেই আছেন কিনা আরএফআইডি কার্ডের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে নিশ্চিত করবে পুলিশ হেড কোর্য়াটার। আইন-শৃঙ্খলার ডিউটি বা কোনও বিশেষ দায়িত্ব থাকলে আরএফআইডি পরে থাকতে হবে বলে নির্দেশ লালবাজারের। যে থানা এলাকায় আইন-শৃঙ্খলা জনিত কর্মসূচি থাকবে সেখানকার ওসিকে আরএফআইডি কার্ড রিডারের মাধ্যমে যাদের সেখানে ডিউটি পড়েছে তাঁদের অ্যাটেনডেন্স রেজিস্টার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

আচমকা পুলিশকে নিয়ে এতটা কড়া কেন লালবাজার? পুলিশকর্মীদের সততা নিয়ে কোনও প্রশ্ন উঠুক তা চাইছে না প্রশাসন। বাহিনীর দায়িত্ব পালনে কোনও ফাঁক রাখতে চান না তাঁরা। সূত্রের দাবি, আইন-শৃঙ্খলা ডিউটিতে একসঙ্গে বিশাল বাহিনী মোতায়েন হয়। ফলে কেউ গরহাজির আছে কিনা বা ডিউটি শেষ হওয়ার আগে সেখান থেকে চলে গিয়েছেন কিনা— তা বোঝা যায় যায় না। তাই হাজিরার পাশাপাশি আইন-শৃঙ্খলার ডিউটিতে মোতায়েন পুলিশকর্মীরা সেই জায়গাতেই আছেন কিনা— সেই বিষয়টি নজর রাখতে এই নয়া ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার।

আরও পড়ুন: সঙ্গীত সংস্থার বিরুদ্ধে সিনেমা চুরির অভিযোগ প্রযোজক পরিচালকের, তদন্তে লালবাজার