০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০-০ গোলে হারল লাটভিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ লাটভিয়াকে ২০-০ গোলে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে ইংল্যান্ডের মহিলা দল।এত বড় ব্যবধানে এর আগে কোনো দলই মহিলাদের ফুটবলে জিততে পারেনি।

এই ম্যাচে হ্যাটট্রিক করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যান সিটি স্ট্রাইকার এলেন হোয়াইট। এর ফলে জাতীয় দলের জার্সি গায়ে ৪৬ গোল করে কেলি স্মিথকে পিছনে ফেলেছেন হোয়াইট। ম্যাচে হোয়াইট ছাড়াও হ্যাটট্রিক করেছেন লুরেন হেম্প, বেথ মিড ও বদলী খেলোয়াড় আলেসিয়া রুসে। এর মধ্যে হেম্প হ্যাটট্রিকসহ চার গোল করেন।

আরও পড়ুন: গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর

দলের হয়ে গোল করেছেন এলা টুনে, জর্জিয়া স্ট্যানওয়ে, জেস কার্টার, জিল স্কট ও জর্ডান নোবস। ২০০৫ সালে এর আগে হাঙ্গেরিকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল থ্রি লায়নেন্সরা। সেই রেকর্ডকেও ছাড়িয়ে লাটাভিয়াকে ২০ গোল উপহার দিল ইংল্যান্ডের মহিলা ফুটবল দল। গত মাসে বিশ্বকাপের এই বাছাইপর্বে রিগাতে লাটভিয়াকে ১০-০ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’

 

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০-০ গোলে হারল লাটভিয়া

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ লাটভিয়াকে ২০-০ গোলে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে ইংল্যান্ডের মহিলা দল।এত বড় ব্যবধানে এর আগে কোনো দলই মহিলাদের ফুটবলে জিততে পারেনি।

এই ম্যাচে হ্যাটট্রিক করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যান সিটি স্ট্রাইকার এলেন হোয়াইট। এর ফলে জাতীয় দলের জার্সি গায়ে ৪৬ গোল করে কেলি স্মিথকে পিছনে ফেলেছেন হোয়াইট। ম্যাচে হোয়াইট ছাড়াও হ্যাটট্রিক করেছেন লুরেন হেম্প, বেথ মিড ও বদলী খেলোয়াড় আলেসিয়া রুসে। এর মধ্যে হেম্প হ্যাটট্রিকসহ চার গোল করেন।

আরও পড়ুন: গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর

দলের হয়ে গোল করেছেন এলা টুনে, জর্জিয়া স্ট্যানওয়ে, জেস কার্টার, জিল স্কট ও জর্ডান নোবস। ২০০৫ সালে এর আগে হাঙ্গেরিকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল থ্রি লায়নেন্সরা। সেই রেকর্ডকেও ছাড়িয়ে লাটাভিয়াকে ২০ গোল উপহার দিল ইংল্যান্ডের মহিলা ফুটবল দল। গত মাসে বিশ্বকাপের এই বাছাইপর্বে রিগাতে লাটভিয়াকে ১০-০ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’

 

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড