০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ইউনিফর্ম নিয়ে ঢিলেমি, কাজ শেষ করার সময় বেঁধে দিল রাজ্য সরকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 78

পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষাবর্ষ শুরুর পর প্রায় আট মাস কাটতে চললেও কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় স্কুলে এখনও একসেট করে ইউনিফর্ম পৌঁছয়নি। স্কুল-পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির কাজে গড়িমসি করছে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি। রাজ্যের পঞ্চায়েত সচিব উল্গানাথন জেলাগুলির সঙ্গে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে বিরক্তি প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কি কারণে এত দেরি সেই রির্পোটও জেলাগুলির কাছে চাওয়া হয়েছে।

 

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

সরকারি রিপোর্ট বলছে, কলকাতা ছাড়াও বাকি জেলাগুলি হল,  পশ্চিম বর্ধমান-পূর্ব বর্ধমান-বাঁকুড়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর- কালিম্পং-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে এখনও প্রথম পর্যায়ের স্কুলের পোশাক দেওয়াই সম্ভব হয়নি। রাজ্য সরকার চায় ১৫ সেপ্টম্বরের মধ্যে সব জেলার স্কুলের পড়ুয়ারা যাতে দু’সেট করে ইউনিফর্ম পেয়ে যায়। পড়ুয়াদের জন্য প্রায় চার কোটি ইউনিফর্ম বিলি করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

 

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

এই ইউনিফর্ম তৈরিই নয় কেবল, গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা রয়েছে। এই মুহূর্তে পঞ্চায়েতের স্টেট গ্রামীণ লাইফহুড মিশন বা আনন্দধারা প্রকল্পের অধীনে রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি আর্থিক বছরেই আরও দু’লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির কথা ঘোষণা করেছেন। কিন্তু চলতি আর্থিক বছরের প্রথম পাঁচ মাস কেটে গেলেও মাত্র আঠাশ হাজার নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। তাই লক্ষ্য পূরণ কি করে সম্ভব হবে?

 

সামনে পঞ্চায়েত ভোট। নবান্ন এই ঢিলেমিতে ক্ষুব্ধ। তাই সময় বেঁধে দেওয়া হল জেলাগুলিকে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীর কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কুল ইউনিফর্ম নিয়ে ঢিলেমি, কাজ শেষ করার সময় বেঁধে দিল রাজ্য সরকার

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষাবর্ষ শুরুর পর প্রায় আট মাস কাটতে চললেও কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় স্কুলে এখনও একসেট করে ইউনিফর্ম পৌঁছয়নি। স্কুল-পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির কাজে গড়িমসি করছে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি। রাজ্যের পঞ্চায়েত সচিব উল্গানাথন জেলাগুলির সঙ্গে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে বিরক্তি প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কি কারণে এত দেরি সেই রির্পোটও জেলাগুলির কাছে চাওয়া হয়েছে।

 

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

সরকারি রিপোর্ট বলছে, কলকাতা ছাড়াও বাকি জেলাগুলি হল,  পশ্চিম বর্ধমান-পূর্ব বর্ধমান-বাঁকুড়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর- কালিম্পং-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে এখনও প্রথম পর্যায়ের স্কুলের পোশাক দেওয়াই সম্ভব হয়নি। রাজ্য সরকার চায় ১৫ সেপ্টম্বরের মধ্যে সব জেলার স্কুলের পড়ুয়ারা যাতে দু’সেট করে ইউনিফর্ম পেয়ে যায়। পড়ুয়াদের জন্য প্রায় চার কোটি ইউনিফর্ম বিলি করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

 

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

এই ইউনিফর্ম তৈরিই নয় কেবল, গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা রয়েছে। এই মুহূর্তে পঞ্চায়েতের স্টেট গ্রামীণ লাইফহুড মিশন বা আনন্দধারা প্রকল্পের অধীনে রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি আর্থিক বছরেই আরও দু’লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির কথা ঘোষণা করেছেন। কিন্তু চলতি আর্থিক বছরের প্রথম পাঁচ মাস কেটে গেলেও মাত্র আঠাশ হাজার নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। তাই লক্ষ্য পূরণ কি করে সম্ভব হবে?

 

সামনে পঞ্চায়েত ভোট। নবান্ন এই ঢিলেমিতে ক্ষুব্ধ। তাই সময় বেঁধে দেওয়া হল জেলাগুলিকে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীর কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।