০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ামির হয়ে জোড়া গোলে রেকর্ড মেসির

আবুল খায়ের
  • আপডেট : ২ জুন ২০২৫, সোমবার
  • / 169

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার কলম্বাসের বিপক্ষেও করলেন জোড়া গোল। শুধু গোল করা-ই নয়, মিয়ামির ৫-১ গোলের ম্যাচে দুটি গোলে অ্যাসিস্টও রয়েছে মেসির নামে। আর এতেই মিয়ামির জয়ে অবদান রাখার পাশাপাশি জোড়া গোল করে মেসি গড়লেন একটি রেকর্ডও। এমএলএসে এখন ইন্টার মিয়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। মেসির গোল সংখ্যা এখন ৩১। এতদিনে ২৯টি গোল করে শীর্ষে ছিলেন প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েইন।

চেজ স্টেডিয়ামে মিয়ামির সঙ্গে বলদখল ও সুযোগ তৈরিতে ভালোই টেক্কা দিয়েছে টিম কলম্বাস। মিয়ামি ৫১ শতাংশ বলদখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। তবে মিয়ামি গোলের লক্ষ্যে ৭টি শট লক্ষ্যে রাখলেও কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টিতে। মিয়ামি মূলত বাজিমাত করেছে ফিনিশিংয়ে। যেখানে দাপট দেখিয়েছেন মেসি। খেলা শুরুর ১৩ মিনিটে মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। এর ঠিক ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজে। ম্যাচের ২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি। ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মিয়ামি। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মিয়ামির হয়ে ম্যাচের শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিয়ামির হয়ে জোড়া গোলে রেকর্ড মেসির

আপডেট : ২ জুন ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার কলম্বাসের বিপক্ষেও করলেন জোড়া গোল। শুধু গোল করা-ই নয়, মিয়ামির ৫-১ গোলের ম্যাচে দুটি গোলে অ্যাসিস্টও রয়েছে মেসির নামে। আর এতেই মিয়ামির জয়ে অবদান রাখার পাশাপাশি জোড়া গোল করে মেসি গড়লেন একটি রেকর্ডও। এমএলএসে এখন ইন্টার মিয়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। মেসির গোল সংখ্যা এখন ৩১। এতদিনে ২৯টি গোল করে শীর্ষে ছিলেন প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েইন।

চেজ স্টেডিয়ামে মিয়ামির সঙ্গে বলদখল ও সুযোগ তৈরিতে ভালোই টেক্কা দিয়েছে টিম কলম্বাস। মিয়ামি ৫১ শতাংশ বলদখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। তবে মিয়ামি গোলের লক্ষ্যে ৭টি শট লক্ষ্যে রাখলেও কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টিতে। মিয়ামি মূলত বাজিমাত করেছে ফিনিশিংয়ে। যেখানে দাপট দেখিয়েছেন মেসি। খেলা শুরুর ১৩ মিনিটে মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। এর ঠিক ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজে। ম্যাচের ২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি। ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মিয়ামি। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মিয়ামির হয়ে ম্যাচের শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।