পুবের কলম, ওয়েবডেস্ক: ওবিসি নির্ধারণ করার ক্ষমতা কার হাতে থাকবে, রাজ্যের নাকি কেন্দ্রের, তাই নিয়ে চাপানউতোর শুরু হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়কে ঘিরে বিভিন্ন রাজ্যে চলে আন্দোলনও। তবে সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনে কেন্দ্র একটি বিল আনতে চলেছে যার মাধ্যমে ওবিসি চিহ্নিত করার ক্ষমতা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ৫ মে মহারাষ্ট্রের মারাঠা সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণ বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ২০১৮ সালে সংবিধান সংশোধনের ফলে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারই সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণি(এসইবিসি) নির্ধারণ করতে পারে, রাজ্য নয়। এতে ওবিসি নির্ধারণ করা ও তাদের জন্য আসন সংরক্ষণ করার যে ক্ষমতা রাজ্য সরকারের ছিল তা ধাক্কা খায়, শুরু হয় অসন্তোষ।
১২৭তম সংবিধান সংশোধন বিল ২০২১ ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার তার মধ্যে রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে অনেকে মনে করছেন। এর কারণ সামনেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন যা বিজেপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ওবিসিরা নির্ণায়ক ভূমিকা পালন করে। বহু দিন ধরে ঝুলে থাকা মেডিকেল ও ডেন্টাল কোর্সে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের দাবি গত সপ্তাহে মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া বিল দেশের সর্বোচ্চ আদালতের রায়কে কার্যত নস্যাৎ করে দিল। ভারতে ওবিসিদের দুটি তালিকা রয়েছে-একটি কেন্দ্রের, অপরটি রাজ্যের। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান, ওবিসি নির্ধারণ করার রাজ্যের যে ক্ষমতা তা পুনরুদ্ধার করতে সংশোধন জরুরি। রাজ্যের ওবিসি তালিকা যদি তুলে দেওয়া হয় তাহলে প্রায় ৬৭১টি অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি শিক্ষা ও চাকরিতে সংরক্ষিত আসনের সুযোগ হারাবে এবং তার ফলে এই সম্প্রদায়ের উপর মারাত্মক প্রভাব পড়বে।




























