১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পাথরপ্রতিমার নদীতে ভেসে ওঠা বিশালাকার কুমির দেখে আতঙ্কিত স্থানীয়রা

আফিয়া নৌশিন
- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 25
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : পাথরপ্রতিমার জিপ্লট দাসপুর এলাকায় এবার নদীতে ভাসলো বিশাল আকারের কুমির,আতঙ্কে নৌকা যাত্রীরা।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের নদী বেষ্টিত পাথরপ্রতিমা ব্লক, এই ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায় হঠাৎ নৌকার যাত্রীদের চোখে এলো বিশাল আকারের কুমির। যে কুমির কূলে উঠে শিকারির অপেক্ষায়।
যা দেখে মূহুর্তের মধ্যে নৌকার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিপূর্বে বহু কুমির দেখেছে সুন্দরবনের মানুষজন। কিন্তু প্রায় কুড়ি ফুট লম্বা রঙের বিশালাকার কালো কুমির এলাকার মানুষ দেখেছে কিনা সন্দেহ রয়েছে।
তবে নৌকার যাত্রীরা জানিয়েছে ভাগবতপুর কুমির প্রকল্পে এই বৃহদাকার কুমির দেখা যায়। তবে এই নদীতে কিভাবে এত বড় কুমির এলো ভাবিয়ে তুলেছে নৌকা যাত্রী এবং এলাকাবাসীদের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাম গঙ্গা রেঞ্জের বন কর্মীরা।