২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তুষারে ঢাকল লন্ডন

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 53

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারি তুষারপাতে বিপর্যস্ত লন্ডন। শহরটির প্রধান দুই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে জনজীবন। লন্ডনে কয়েকদিন ধরে একটানা ভারি তুষারপাতে যান চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচলও। রানওয়েতে বরফ জমার পাশাপাশি তুষারপাত অব্যাহত থাকায়, লন্ডনের প্রধান দুটি বিমানবন্দর হিথ্রো এবং গ্যাটউইকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ম্যানচেস্টার বিমানবন্দরও।

 

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী। ভাটা পড়েছে বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনেও। তীব্র তুষারপাতে আশঙ্কাজনক হারে নেমে গেছে তাপমাত্রাও। রবিবার ব্রিটেনের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ডসহ গোটা ব্রিটেনে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  তীব্র তুষারপাতের খবর পাওয়া গেছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়াতেও।

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এতে এক প্রকার স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে। সেখানকার বেশিরভাগ শহরেই পুরু বরফের স্তর জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে রাস্তায় বের হয়ে বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুষারে ঢাকল লন্ডন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারি তুষারপাতে বিপর্যস্ত লন্ডন। শহরটির প্রধান দুই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে জনজীবন। লন্ডনে কয়েকদিন ধরে একটানা ভারি তুষারপাতে যান চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচলও। রানওয়েতে বরফ জমার পাশাপাশি তুষারপাত অব্যাহত থাকায়, লন্ডনের প্রধান দুটি বিমানবন্দর হিথ্রো এবং গ্যাটউইকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ম্যানচেস্টার বিমানবন্দরও।

 

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী। ভাটা পড়েছে বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনেও। তীব্র তুষারপাতে আশঙ্কাজনক হারে নেমে গেছে তাপমাত্রাও। রবিবার ব্রিটেনের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ডসহ গোটা ব্রিটেনে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  তীব্র তুষারপাতের খবর পাওয়া গেছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়াতেও।

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এতে এক প্রকার স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে। সেখানকার বেশিরভাগ শহরেই পুরু বরফের স্তর জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে রাস্তায় বের হয়ে বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।