০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সেমিফাইনালে উঠে বক্সিংয়ে দেশের জন্য পদক নিশ্চিত করলেন লভলিনা

সুস্মিতা
- আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে স্বপ্নের জয়যাত্রা অব্যাহত অসমের মেয়ে লভলিনা বর্গোহাইনের। সেমিফাইনালে উঠে চানুর পর আরও একটি পদক দেশের জন্য নিশ্চিত করলেন তিনি।
মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে টোকিওয় পদক জয় নিশ্চিত করেন লভলিনা। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে।
আজ সকাল থেকেই সারা দেশ নজর রাখছিল তিনকন্যার লড়াইয়ের দিকে। তীরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন দীপিকা কুমারী, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনা। এবার প্রতীক্ষা সিন্ধুর লড়াইয়ের জন্য।
Tag :