পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে স্বপ্নের জয়যাত্রা অব্যাহত অসমের মেয়ে লভলিনা বর্গোহাইনের। সেমিফাইনালে উঠে চানুর পর আরও একটি পদক দেশের জন্য নিশ্চিত করলেন তিনি।
মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে টোকিওয় পদক জয় নিশ্চিত করেন লভলিনা। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে।
আজ সকাল থেকেই সারা দেশ নজর রাখছিল তিনকন্যার লড়াইয়ের দিকে। তীরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন দীপিকা কুমারী, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনা। এবার প্রতীক্ষা সিন্ধুর লড়াইয়ের জন্য।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সেমিফাইনালে উঠে বক্সিংয়ে দেশের জন্য পদক নিশ্চিত করলেন লভলিনা
-
সুস্মিতা - আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
- 35
ট্যাগ :
সর্বধিক পাঠিত






































