২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল প্রার্থী হচ্ছি না, গোয়ার নির্বাচনী ময়দান থেকে থেকে সরলেন লুইজিনহো ফেলেইরো

পুবের কলম ওয়েবডেস্ক : গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa election 2022)থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রার্থী( TMC candidate) তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro )। শুক্রবার সকালে প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো জানান, ফাতোরদা বিধানসভা কেন্দ্রে তাঁর পরিবর্তে তৃণমূলের প্রার্থী হবেন এক মহিলা। কিছুক্ষণ পরে তাঁর পরিবর্তে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করে তৃণমূল।

এনিয়ে লুইজিনহো জোয়াকিম ফেলেরিয়ো একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, দলের জাতীয় চেয়ারপার্সনের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘গোয়া তৃণমূলের প্রার্থী পদ থেকে আমার নাম তুলে নিচ্ছি এবং পেশাদার হিসাবে, ওই কেন্দ্রের ব্যাটন একজন তরুণের হাতে তুলে দিচ্ছি ৷ আর আমার দলের নীতিই হল মহিলাদের ক্ষমতায়ন ৷’

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

তিনি আরও বলেন, বিধানসভার লড়াইয়ে আমি তৃণমূল সব প্রার্থীদের হয়ে পুরো গোয়ায় ঘুরে ঘুরে প্রচার করতে চাই ৷ আমি শেষবার যখন তাদের হয়ে লড়াই করেছিলাম, তখন সুবিচার করতে পারিনি ৷ আমার বদলে যোগ্য হিসাবে সিওলা অভিলিয়া ভাসকে ফতোরদা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে ৷

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

কংগ্রেসের বিধায়ক পদে ইস্তফা দিয়ে গত সেপ্টেম্বরে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফেলেইরো। তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়। পরে অর্পিতা ঘোষের ছেড়ে আসনে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। দিন দশেক আগে ফাতোরদা(Fatorda)কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল তৃণমূল। ফেলেইরোর পাশাপাশি গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওকে বেনাউলিম কেন্দ্রে জোড়াফুল প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

সর্বধিক পাঠিত

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল প্রার্থী হচ্ছি না, গোয়ার নির্বাচনী ময়দান থেকে থেকে সরলেন লুইজিনহো ফেলেইরো

আপডেট : ২৮ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa election 2022)থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রার্থী( TMC candidate) তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro )। শুক্রবার সকালে প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো জানান, ফাতোরদা বিধানসভা কেন্দ্রে তাঁর পরিবর্তে তৃণমূলের প্রার্থী হবেন এক মহিলা। কিছুক্ষণ পরে তাঁর পরিবর্তে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করে তৃণমূল।

এনিয়ে লুইজিনহো জোয়াকিম ফেলেরিয়ো একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, দলের জাতীয় চেয়ারপার্সনের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘গোয়া তৃণমূলের প্রার্থী পদ থেকে আমার নাম তুলে নিচ্ছি এবং পেশাদার হিসাবে, ওই কেন্দ্রের ব্যাটন একজন তরুণের হাতে তুলে দিচ্ছি ৷ আর আমার দলের নীতিই হল মহিলাদের ক্ষমতায়ন ৷’

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

তিনি আরও বলেন, বিধানসভার লড়াইয়ে আমি তৃণমূল সব প্রার্থীদের হয়ে পুরো গোয়ায় ঘুরে ঘুরে প্রচার করতে চাই ৷ আমি শেষবার যখন তাদের হয়ে লড়াই করেছিলাম, তখন সুবিচার করতে পারিনি ৷ আমার বদলে যোগ্য হিসাবে সিওলা অভিলিয়া ভাসকে ফতোরদা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে ৷

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

কংগ্রেসের বিধায়ক পদে ইস্তফা দিয়ে গত সেপ্টেম্বরে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফেলেইরো। তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়। পরে অর্পিতা ঘোষের ছেড়ে আসনে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। দিন দশেক আগে ফাতোরদা(Fatorda)কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল তৃণমূল। ফেলেইরোর পাশাপাশি গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওকে বেনাউলিম কেন্দ্রে জোড়াফুল প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২