১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। ছেলেকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারিরকাছে ইস্তফা পত্রও জমা দিয়েছেন তিনি। এবার বিজেপির সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা। মুম্বই ফিরছেন একনাথ শিন্ডে। আর সব কিছু ঠিক ঠাক থাকলে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীশ! আর উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে! আজই রাজ্যপালের কাছে সরকারে গঠনের আর্জি।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

উল্লেখ্য, ফেসবুক লাইভে এসে পদ ছাড়ার ঘোষণা দেন শিবসেনা প্রধান। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি। আবেগঘন বক্তব্যে উদ্ধব বলেন, কার ওপর রাগ আপনাদের? কোনো সমস্যা হলে আপনারা মাতোশ্রীতে আসতে পারতেন; সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল? ‘‘আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।’’ পদত্যাগের পর পরই উল্লাস দেখা যায় বিজেপি শিবিরে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

বর্তমানে ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্তত আট জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে।  শিন্ডে, বাচ্চু-সহ মোট ৮ জন মন্ত্রী রয়েছেন এই তালিকায়। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হতে পারে। এ ছাড়া বাড়তি দু’টি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে অনুগামীরা। অন্যদিকে বিজেপির রয়েছে ১০৬জন বিধায়ক।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে!

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। ছেলেকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারিরকাছে ইস্তফা পত্রও জমা দিয়েছেন তিনি। এবার বিজেপির সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা। মুম্বই ফিরছেন একনাথ শিন্ডে। আর সব কিছু ঠিক ঠাক থাকলে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীশ! আর উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে! আজই রাজ্যপালের কাছে সরকারে গঠনের আর্জি।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

উল্লেখ্য, ফেসবুক লাইভে এসে পদ ছাড়ার ঘোষণা দেন শিবসেনা প্রধান। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি। আবেগঘন বক্তব্যে উদ্ধব বলেন, কার ওপর রাগ আপনাদের? কোনো সমস্যা হলে আপনারা মাতোশ্রীতে আসতে পারতেন; সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল? ‘‘আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।’’ পদত্যাগের পর পরই উল্লাস দেখা যায় বিজেপি শিবিরে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

বর্তমানে ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্তত আট জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে।  শিন্ডে, বাচ্চু-সহ মোট ৮ জন মন্ত্রী রয়েছেন এই তালিকায়। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হতে পারে। এ ছাড়া বাড়তি দু’টি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে অনুগামীরা। অন্যদিকে বিজেপির রয়েছে ১০৬জন বিধায়ক।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত