মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 295
পুবের কলম প্রতিবেদক: রবিবার ছিল মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের শাস্ত্র অনুযায়ী পিতৃ পক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের প্রথম প্রভাতে গঙ্গার ঘাট জুড়ে প্রতিধ্বনিত হয়েছে চণ্ডীপাঠ, তর্পণ ও শঙ্খধ্বনি। চারদিকে শুরু হয়েছে উৎসবের আমেজ। এই আবহে বাংলার মানুষের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন নিজের লেখা ও সুরে একটি গান প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহালয়া উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।’ শুধু বার্তাই নয়, এই বিশেষ দিনে তিনি নিজের লেখা ও সুর করা একটি নতুন গানও প্রকাশ করেছেন। দু’মিনিট চল্লিশ সেকেন্ডের সেই গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
মহালয়া উপলক্ষে রবিবার সকালে সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মহালয়া হল আলো অন্ধকারের জয়ের প্রতীক। এই পবিত্র দিনে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। দেবীপক্ষের সূচনালগ্নে মা দুর্গা আমাদের জীবনে সাহস, মমতা এবং আশার আলো জাগিয়ে তুলুন। এই উৎসবকাল হোক ঐক্যের শক্তি আর একসঙ্গে উদ্যাপনের আনন্দের প্রতীক।’




















































