পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগোর বিমান পরিষেবায় টানা সাত দিনের জটিলতায় দেশের হাজারো যাত্রী কার্যত বিপর্যস্ত। প্রতিদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল, দীর্ঘ দেরি, বিকল্প রুটের ঝক্কি—সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ তুঙ্গে। আর এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীনতাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “বেশ কয়েকদিন ধরে বিমান পরিষেবা না পাওয়ায় সবাই বিপদের মধ্যে পড়েছেন। কোনও পরিকল্পনা না থাকাই এই পরিস্থিতির মূল কারণ। এটা একেবারেই বিপর্যয়, এবং এর দায় কেন্দ্রীয় সরকারের। যাত্রীরা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন।”
তিনি জানান, যাত্রীদের বিকল্প পথে যেতে বলা হলেও বাস্তবে তা কার্যকর নয়। “বিমানে যেখানে ২ ঘণ্টা লাগে, ট্রেনে সেখানে ২৪ থেকে ৩৬ ঘণ্টা লাগে। তার উপর আগাম টিকিট–রিজার্ভেশনের ঝামেলা—সব মিলিয়ে যাত্রীদের চরম ভোগান্তি।” তার মন্তব্য, বিজেপি সরকার “ভোটের কথা ভাবলেও” তৃণমূল সরকার মানুষের কথা ভাবে।
এদিনও ইন্ডিগো বাতিল করেছে বিপুলসংখ্যক উড়ান—দিল্লি থেকে ১৩৪, বেঙ্গালুরু থেকে ১২৭ এবং চেন্নাই থেকে ৭১টি। পাশাপাশি কলকাতা, মুম্বই, আহমেদাবাদ ও ভাইজ্যাগসহ একাধিক বিমানবন্দরে একই ছবি।
পাইলটদের ওপর অতিরিক্ত চাপ নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “ওভারটাইম করিয়ে পরিষেবা বজায় রাখা সমাধান নয়। পাইলটদের বিশ্রাম প্রয়োজন। তাই আগেই বিকল্প পরিকল্পনা করা উচিত ছিল। ইন্ডিগোর পরিষেবায় চলমান বিশৃঙ্খলা যে শীঘ্রই কমছে না, তা-ই ইঙ্গিত দিচ্ছে গত সপ্তাহের সামগ্রিক পরিস্থিতি।






























