হাই মাদ্রাসার ফলাফলেও নজর কাড়ল মামূন ন্যাশনাল স্কুল

- আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: মাধ্যমিকের পর হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলেও চমক দিল মামূন ন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানের ছাত্র আফলাউদ্দিন লস্কর ৭৫৫ (৯৪.৩৭ শতাংশ) পেয়ে নজর কেড়েছে। তার বিষয়-ভিত্তিক নম্বর, বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৩, গণিত ৮৮, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৭, ইতিহাসে ৯৬, ভূগোলে ৯৬ ও ইসলাম পরিচয় ৯৪।
হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত মোল্লা সিমলা গ্রামে তাঁর বাড়ি। তাঁর আব্বা মসজিদের ইমাম। জিডি স্কলারশিপ নিয়ে সে এই স্কুলের নবম শ্রেণি থেকে পড়াশোনা করেছে। এছাড়া মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের তত্ত্বাবধানে ব্রিজ কোর্স সমাপ্ত করে এবং মামূন ন্যাশনাল স্কুলে ভর্তি হয়।
এই স্কুল থেকে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক সেখ ইসলাউদ্দিন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৫২ এবং তৃতীয় স্থান অধিকার করেছে সামিম আক্তার, তাঁর প্রাপ্ত নম্বর ৭১৮।
মাধ্যমিকে মামূন ন্যাশনাল স্কুলের ছাত্রীর রাজ্যে ১৬তম স্থান অধিকার এবং অসাধারণ সাফল্যের পরেই হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় এই সাফল্যে বিদ্যালয়ের সকলই খুব আনন্দিত।
বিদ্যালয়ের চেয়ারম্যান মোস্তাক হোসেন সাহেব সকল শিক্ষক-শিক্ষিকা, সদস্য এবং বিদ্যালয়ের অশিক্ষক স্টাফদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সেক্রেটারি কাজী মুহাম্মাদ ইয়াসীনকে এই বার্তা পৌঁছনোর জন্য বলেছেন। বর্তমানে তিনি ভারতের বাইরে সফরে আছেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের কৃতজ্ঞতা জানিয়েছেন সম্পাদক কাজী ইয়াসীন। একইসঙ্গে অ্যাকাডেমিক বিষয়ে দিক নির্দেশনা তথা সর্বপ্রকার উৎসাহ ও সহযোগিতায় তিনি প্রাক্তন আইএএস সেখ নুরুল হক সাহেব সহ জিডি মনিটরিং কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।