২০২৮-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক দেখাবে মিম: জুবিলি হিলসের উপনির্বাচন নিয়ে বার্তা ওয়াইসি

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 94
পুবের কলম, ওয়েবডেস্ক: জুবিলি হিলসের উপনির্বাচন নিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “জুবিলি হিলসে উপনির্বাচন হতে চলেছে। রেভন্ত রেড্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই উপনির্বাচনে সরকার গঠন হবে না, সরকার বদলাবে না। দ্বিতীয়ত, জুবিলি হিলসের লোকেরা বিআরএসের প্রাক্তন বিধায়ককে ১০ বছর দিয়েছিল, কিন্তু তিনি তা ব্যবহার করেননি। জুবিলি হিলসের কোনও ওয়ার্ডে কোনও উন্নয়ন হয়নি। তৃতীয়ত, সেখানে শুধু উন্নয়নের ভিত্তিতে ভোট হওয়া উচিত।”
মিম সুপ্রিমো আরও বলেন, “এআইএমআইএম জুবিলি হিলস থেকে প্রার্থী দিচ্ছে না। আমরা জুবিলি হিলসের মানুষের কাছে আবেদন করছি তরুণ নেতা নবীন যাদবকে (কংগ্রেস প্রার্থী) ভোট দিন, যাতে তিনি জুবিলি হিলসের উন্নয়ন আনতে পারেন। এটা দলের সিদ্ধান্ত। বর্তমান সরকার কমপক্ষে ৩ বছর ক্ষমতায় থাকবে এবং এই উপনির্বাচনে কোনও পরিবর্তন হবে না। যখন ২০২৮ সালে বিধানসভা নির্বাচন হবে, আপনি দেখতে পাবেন এআইএমআইএম জুবিলি হিলসে কী করবে।”